১লা মে থেকে UPI, ATM ও ব্যাংক সেভিংস একাউন্টের নিয়ম বদল! সময় থাকতে জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

ULI, upi , rbi

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৫ সালের ১ লা মে থেকে দেশের সমস্ত বড়ো ব্যাংক গুলির সেভিংস একাউন্ট থেকে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসতে চলেছে। এই নিয়ম গুলি বিশেষ করে সাধারণ গ্রাহকদের UPI লেনদেন, ATM থেকে টাকা তোলা এবং ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে। আর এই সকল জিনিস খুবই গুরুত্বপূর্ণ সকল মানুষদের কাছে সেই কারণের জন্য সকলের উচিত এই সম্পর্কে জেনে নেওয়া।

১লা মে থেকে বদলাবে UPI, ATM সহ ব্যাংকিং নিয়ম

নতুন এই নিয়ম গুলির ফলে এক দিকে যেমন বাড়বে স্বচ্ছতা, তেমনি অন্য দিকে কিছু ক্ষেত্রে ব্যয়ও বাড়তে পারে। তাই আগে ভাগেই নিয়ম গুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। ২০২৫ সালের মে মাস থেকে অনেক ব্যাংকই UPI লেনদেনে কিছু নতুন নিয়ম চালু করছে – প্রতিদিনের লেনদেনের সীমা ১ লক্ষ থেকে কমিয়ে ৫০,০০০ করা হতে পারে, নির্দিষ্ট সংখ্যার বেশি লেনদেনের পরে বাড়তি চার্জ লাগতে পারে, রাতে ৮ টার পর থেকে সকালে ৮ টা পর্যন্ত বড় অঙ্কের লেনদেনে OTP যাচাই বাধ্যতা মূলক হওয়ার সম্ভাবনা!

আরও পড়ুন:- এবার থেকে পরা যাবে না সেনার পোশাক, হতে পারে জেলও, বিস্তারিত জেনে নিন

ATM বিনামূল্যে কতবার টাকা তুলতে পারবেন?

  • মেট্রো শহরে প্রতি মাসে ৩ বার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলা যাবে।
  • নন মেট্রো এলাকায় ৫ বার পর্যন্ত ফ্রি লেনদেন থাকবে।
  • অতিরিক্ত লেনদেনের জন্য প্রতিবার ২০ + GST দিতে হতে পারে।

আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট

বেশির ভাগ ব্যাংকে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ATM পরিষেবা সীমিত থাকবে নিরাপত্তার কারণে, নতুন প্রজন্মের এটিএমে শুধুমাত্র QR স্ক্যান করে টাকা তোলার সুবিধা আসতে চলেছে। ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত বড় পরিবর্তন, আগে যেখানে ৫০০০ পর্যন্ত ব্যালেন্স রাখা যেত, এখন সেটা বাড়িয়ে ১০,০০০ করা হতে পারে, যাদের একাউন্টে এই ব্যালেন্স থাকবে না, তাদের জন্য অতিরিক্ত চার্জ বসানো হবে ৫০ – ৭৫ প্রতি মাসে।

আপনার করণীয় কী?

  1. আপনার ব্যাংক একাউন্টের বর্তমান ব্যালেন্স চেক করে দেখুন।
  2. ব্যাংকের নতুন নিয়মের আপডেট নিয়মিত SMS বা Email এর মাধ্যমে চেক করুন।
  3. চেক বই ও KYC সংক্রান্ত আপডেট

প্রতি বছর KYC আপডেট বাধ্যতামূলক করা হতে পারে, চেক বইয়ের ক্ষেত্রে এখন থেকে প্রতি ৬ মাস অন্তর নতুন রিকোয়েস্ট দিতে হবে, যারা e-KYC এখনও করেননি, তাদের একাউন্ট লিমিটেড হতে পারে। প্রতিদিনের লেনদেন সীমা ২৫,০০০ করা হতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে Tokenization বাধ্যতা মূলক করা হচ্ছে খুব তাড়াতাড়ি এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- ‘সিন্ধুর প্রতিটি জলের বিন্দু আমাদের’, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন