Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাঙালি মানেই আড্ডাপ্রিয়। আর আড্ডা কি চা ছাড়া জমে?
সেই ব্রিটিশ আমল থেকে বাঙালির সঙ্গে চায়ের যোগ। চা ছাড়া চলে না।
দুধ চায়ের নেশা নেই এমন বাঙালি মেলা দুষ্কর।
এখন অনেকেই পেটের গোলমালের কথা ভেবে দুধ চা এড়ান। লিকার খান।
আরও পড়ুন:- বন্ধ আটারি-ওয়াঘা বর্ডার, এখন সেখানে কী পরিস্থিতি ? জানুন
তবে দুধ চা খেলেও গ্যাস-অম্বল হবে না। তার উপায় আছে।