প্রতি মাসে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর হবে কী খেলে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

period , pet batha , women

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জীবনযাত্রা, স্ট্রেস, দূষণ ইত্যাদি নানা কারণে বর্তমান পিরিয়ডসের নানা সমস্যায় ভুগছেন বহু মহিলারা।

এই সমস্যা মূলত দেখা যায় ১৮ থেকে ৩৮ বছর বয়সীদের মধ্যে। কেউ ভুগছেন অনিয়মিত পিরিয়ডসের সমস্যায়, তো কারও আবার দেখা দিচ্ছে অতিরিক্ত রক্তপাত। 

সাধারণত, ঋতুচক্রের মধ্যে পার্থক্য থাকে ২৮ দিনের। বয়ঃসন্ধিকালে মেয়েদের ডিম্বাশয়ে তৈরি হয় এক হরমোন, যা পরিবর্তন ঘটায় জরায়ুর আস্তরনে।

 

 

সেই সময় ডিম্বাশয়ে ডিম্বানু উৎপাদন শুরু করে। এই সম্পূর্ণ পদ্ধতিতে সময় লাগে ২৮ দিন। এই মাসিক চক্রে কোনও সমস্যা দেখা দিলে, অনিমিয়ত পিরিয়ডসের সমস্যায় ভুগতে হয়। 

অনিয়মিত পিরিয়ডসের সমস্যা দূর করা সম্ভব মূলত তিনটি দিকে নজর রেখে- জীবনযাত্রার পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া। 

জানুন, স্বাস্থ্যকর কোন খাবারগুলি খেলে, এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে সহজে। 

 এই সমস্যা সমাধানে ভিটামিন-সি রয়েছে, এরকম খাবার খাওয়া খুব স্বাস্থ্যকর। লেবু, আমলকি, কাঁচা লঙ্কা, পেঁপে, পেয়ারা ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি থাকে। 

খেজুর, পেঁপে, আনারস, কিউই-এর মতো ফলগুলি আপনার রোজকার ডায়েটে রাখলে নিঃসন্দেহে উপকার পাবেন। 

অনিয়মিত পিরিয়ডসের সমস্যায় গুড়ের জুরি মেলা ভার। প্রতিদিন খালি পেটে সামান্য পরিমাণ গুড় খেলে দারুণ উপকার পাওয়া যায়। 

এছাড়া আদাও অনিয়মিত পিরিয়ডের সমস্যার থেকে মুক্তি দিতে পারে আপনাকে। 

 

 

আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন

 

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন