Bangla News Dunia, দীনেশ :- পহেলগাঁও হামলার জেরে ক্রমেই কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পথে এগোচ্ছে ভারত (India-Pakistan)? বিভিন্ন ক্ষেত্রে তৎপরতা কিন্তু দিকেই ইঙ্গিত করছে। আজ সরকারি নির্দেশনামা জারি করে জম্মুর সমস্ত সরকারি হাসপাতালগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। পাশাপাশি সমস্ত ডাক্তার এবং হাসপাতালের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি তরফে এই পদক্ষেপ যুদ্ধের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। সাধারণত যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেই একমাত্র এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
অন্যদিকে আজই পহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাসবাদী হামলার পর পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীরে পৌঁছে যান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রাজভবনে গিয়ে উপ রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে দেখা করেন তিনি। এছাড়াও পদস্থ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন সেনাপ্রধান।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
চারিদিকে যুদ্ধ নিয়ে জল্পনার মাঝেই শুক্রবার উত্তরবঙ্গের আকাশপথে প্রাথমিক মহড়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। উত্তরবঙ্গের আকাশে এদিন রাফাল যুদ্ধবিমান উড়তে দেখা যায়। এছাড়াও অসম ও অরুণাচলের ঘাঁটিতেও বাড়ানো হয়েছে টহলদারি। সেনা সূত্রে খবর, ‘আক্রমণ’ নামে এই সামরিক মহড়া শুরু করেছে তারা। হরিয়ানার অম্বলা এয়ারবেস থেকে দেখা গিয়েছে রাফাল, সুখোইদের উড়ে যেতে। তবে এই মহড়াকে রুটিন বলেই জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে।
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন