Bangla News Dunia, Pallab : মাধ্যমিকের পর এবার রাজ্যের লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। একদিকে যখন এসএসসি নিয়োগ মামলার দুর্নীতিতে পুড়ছে গোটা রাজ্য, তখন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (HS Result 2025) নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছিল অভিভাবক এবং পড়ুয়ারা। আর এবার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিয়েছে।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
৫৮ দিনের মধ্যেই রেজাল্ট?
প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। আর পরীক্ষা শেষ হয় ১৮ই মার্চ। সংসদ সূত্রে জানা যাচ্ছে, আগামী মে মাসের ১৫ তারিখেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে।
অর্থাৎ ১৫ তারিখ যদি ফল প্রকাশ হয়, তাহলে মাত্র ৫৮ দিনের মাথায় ফলাফল প্রকাশ করতে চলেছে বোর্ড। আগের বছর এই ফল প্রকাশের জন্য সময় লেগেছিল ৬৯ দিন। আর এবার অনেকটাই তড়িঘড়ি ফলাফল বের হতে চলেছে, যা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ।
এসএসসি মামলার ছায়া কাটিয়ে সাংসদের তৎপরতা
জানিয়ে রাখি, সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের ফলে ২০১৬ সালের এসএসসি নিয়োগে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছে। আর এই ঘটনার জেরে স্কুলের কার্যকলাপে বিভিন্ন প্রভাব পড়েছে।
তবে অনেকেই ভেবেছিলেন যে, হয়তো ফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে। কিন্তু সংসদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ফল প্রকাশের প্রস্তুতি অনেক আগেই নেওয়া হয়ে গেছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন