Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সমস্ত বাবা-মা চান তাঁদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। সেই উদ্দেশ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY Scheme)-র উল্লেখ না করলেই নয়। আপনার যদি কন্যা সন্তান থাকে আর যদি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চান তাহলে কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্পে টাকা বিনিয়োগ শুরু করুন। এই প্রকল্পটি মূলত ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এই প্রকল্পের অন্তর্গত।
SSY Scheme Central Government
যারা কন্যা সন্তানের পিতা-মাতা তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পে (Government Scheme) যারা আবেদন করবেন, তাঁদের কন্যা সন্তানের জন্য মিলবে বিশেষ সুযোগ সুবিধা। এই প্রকল্পটি উচ্চ হারে সুদ দেয়। প্রায় ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। অতএব এখানে টাকা রাখলে ভবিষ্যতের মোটা অংকের রিটার্ন মিলবে তা তো বুঝতেই পারছেন। এই প্রকল্পে অভিভাবকরা নিজের কন্যার জন্য সেভিংস করতে পারেন। কন্যা সন্তানের জন্য তাঁদের ভবিষ্যতের শিক্ষা বা বিয়ের জন্য টাকা মিলবে একবারেই।
কিভাবে বিনিয়োগ করার সুবিধা
কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে ভালো সুদের হার তো পাবেনই, এছাড়াও রয়েছে করমু্ক্ত রিটার্নও। আগেই বলা হয়েছে, এখানে সুদের হার ৮.২ শতাংশ। বর্তমানে এই সুদের হারেও কোনও পরিবর্তন ঘটেনি। একই সুদের হার বজায় আছে।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা বিনিয়োগের নিয়ম
সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুলতে হলে একজন ব্যক্তি ২৫০ টাকা বিনিয়োগ করতে হবে।সেই ব্যক্তি প্রতি বছরে ২৫০ টাকা করেও অর্থ জমা করতে পারেন। আবার চাইলে ব্যক্তি বছরে দেড় লাখ টাকা পর্যন্তও বিনিয়োগ করতে পারেন। আপনি যেদিন থেকে এই অ্যাকাউন্টটি নিজের কন্যার নামে শুরু করবেন এর পূর্ণতা পাবে ২১ বছর পর। সেই মতো সেই টাকা তুলতে পারবেন। আর তার সঙ্গে যুক্ত হবে সুদের টাকাও। এখানে বিনিয়োগ করার জন্য আপনাকে ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে হয়ে বাকি ডিটেলস পেয়ে যাবেন। নথি জমা দেবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি কার্যকর হবে।
উপসংহার: এখানে টাকা বিনিয়োগ করার আগে সমস্ত নিয়মাবলী মন দিয়ে পড়ে নেবেন। তবেই টাকা রাখুন। এই প্রকল্প থেকে বর্তমানে অনেকেই উপকৃত হয়েছেন। তবে অবশ্যই বিস্তারিত জেনে ও নিজের দায়িত্বে বিনিয়োগ করুন।
আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন