করোনার দ্বিতীয় ঢেউতে দেখা যাচ্ছে নতুন উপসর্গ ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :-   দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু এই সংক্রমণের বাড় বাড়ন্ত করোনা ভাইরাসের নয়া স্ট্রেনের জন্যে হচ্ছে কিনা তা স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছে, মানুষের অসচেতনতার জন্যে বাড়ছে সংক্রমণ। যার জেরে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত লক্ষাধিক।  নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১,১৫,৭৩৬ জন। যার মধ্যে ৫৫,০০০ জন মহারাষ্ট্রের। পশ্চিমবঙ্গে ২০০০ -র বেশি।

কী কী উপসর্গ দেখা যাচ্ছে দ্বিতীয় ঢেউয়ে ?

আগের মতোই জ্বর আসছে, স্বাদ-গন্ধের পরিবর্তন হচ্ছে,  শ্বাস কষ্ট হচ্ছে।

কিন্তু নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে যার মধ্যে রয়েছে

১. গোলাপি বর্ণের চোখ —- চিনে করা একটি সমীক্ষা অনুসারে, গোলাপি চোখ বা কনজেক্টিভাইটিস হল করোনা সংক্রমণের নতুন উপসর্গ। চোখের মধ্যে লাল, ফোলাভাব দেখা দিচ্ছে এবং চোখে জল আসছে ক্ষণে ক্ষণে। সমীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে সংক্রামিত হয়েছিল।

২. শ্রবণ ক্ষমতা হ্রাস —- শোনার ক্ষমতা হ্রাস পাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। ৫৬ জনের মধ্যে সমীক্ষা করা হয়। যার মধ্যে দেখা গিয়েছে ২৪ জন শ্রবণ ক্ষমতা হারিয়েছে।

৩. গ্যাস্ট্রোইনটেস্টাইনাল —- বিশেষজ্ঞরা  জানাচ্ছে হজম শক্তির ক্ষতি করছে। ডায়রিয়া, বমি বমিভাব, পেটের ব্যাথা দেখা দিচ্ছে। আপনি যদি  হজমের  সমস্যায় ভোগেন তাহলে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন :- বড়ো ভূমিকম্পের কবলে পড়তে পারে কলকাতা !

ফলে এই পরিস্থিতিতে আপনিও সাবধান হোন। মাস্ক পড়ুন আর দরকার ছাড়া বাইরে একদম নয়।

Highlights

1. করোনার দ্বিতীয় ঢেউতে দেখা যাচ্ছে নতুন উপসর্গ ! 

2. মাস্ক পড়ুন আর দরকার ছাড়া বাইরে একদম নয়।

#Covid 19 #Strain

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন