Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড় বিশ্বজুড়ে ৷ উত্তাল ভূ-স্বর্গও ৷ ফের পতনের মুখে কাশ্মীরিদের ব্যবসা ৷ বিঘ্নিত শান্তি ৷ আর এমনটাই তো চায় জঙ্গিগোষ্ঠীগুলি ৷ তাই ভয় নয় ৷ তা জয় করতে ফের কাশ্মীর ভ্রমণের বার্তা অভিনেতা সুনীল শেঠ্ঠীর ৷ তিনি জানালেন, ভয় নয় ৷ দিতে হবে জবাব ৷ কাশ্মীরের পর্যটন ব্যবসা দৃঢ় করতে এবং জঙ্গিদের যোগ্য জবাব দিতে ফের কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করতে চান তিনি ৷
প্রয়াত দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ৷ তিনি বলেন, “আমাদের মতো নাগরিকদের একটাই কাজ করতে হবে ৷ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের পরবর্তী যে ছুটি গুলো হবে তা কাশ্মীরেই কাটানো হবে অন্য আর কোথাও নয় ৷ ওদেরকে এটাই দেখাতে হবে যে আমরা ভয় পাই না ৷”
এরপর ‘ধড়কন’ অভিনেতা জানান, তিনি নিজেও কাশ্মীর যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৷ একজন শিল্পী হিসাবে হোক বা পর্যটক হিসাবে তিনি ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বলে জানান অভিনেতা ৷ তিনি বলেন, “আমি নিজে ফোন করে জানতে চেয়েছি যে, যদি মনে হয় শিল্পী হিসাবে কাশ্মীরে শুটিং করতে হবে বা পর্যটক হিসাবে বেড়াতে যেতে হবে, তাহলে আমি নিশ্চই যাব ৷” এর পাশাপাশি সুনীল দেশবাসী এক হওয়ার বার্তা দিয়েছেন ৷ তিনি জানান, “বর্তমানে আমাদের মধ্যে একতা রাখতে হবে ৷ যারা ভয় আর ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে তাদের ফাঁদে পা দেবেন না ৷ আমাদের একসঙ্গে আসতে হবে আর বোঝাতে হবে কাশ্মীর আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে ৷”
প্রসঙ্গত, 22 এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা ৷ 25 জন ভারতীয় ও এর নেপালি পর্যটক নিহত হন ৷ এই ঘটনায় রাগে ফুঁসছে দেশ ৷ দাবি একটাই, জঙ্গিদের খতম করে প্রতিশোধ নিতে হবে ৷
আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন