Bangla News Dunia, দীনেশ :- শনিবার দুপুরে সামশেরগঞ্জে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে পৌঁছে তিনি সোজা চলে যান জাফরাবাদে (Jaffrabad) মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে। বিরোধী দলনেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘এটাই আমার পরম প্রাপ্তি।’
আরও পড়ুন:- পর্যটকদের লক্ষ্য করে গুলি, প্রকাশ্যে পহেলগাঁও হামলার নতুন Video
এদিন ট্রেনে করে শুভেন্দু অধিকারী ধুলিয়ানের গঙ্গা ষ্টেশনে পৌঁছন। সেখান থেকে সামশেরগঞ্জে আক্রান্তদের বাড়িতে যান তিনি। সেখান থেকে সোজা চলে যান মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে। তাঁদের পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। আশ্বাস দেন পাশে থাকার। এরপর তাঁদের হাতে তুলে দেন ১০ লক্ষ টাকার চেক। অন্যদিকে, বিরোধী দলনেতাকে সামনে পএয়ে কান্নায় ভেঙে পড়েন গ্রামের বাসিন্দারা। তাঁরা দাবি করেন এলাকায় বিএসএফ (BSF) ক্যাম্প তৈরির করার। গ্রামবাসীদের তিনি কথা দেন, গ্রামে বিএসএফ ক্যাম্প গড়ে তোলার জন্য তাঁর তরফ থেকে সবরকমভাবে চেষ্টা করা হবে। তিনি এ নিয়ে কথা বলবেন দলের সঙ্গে।
আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন
এরপর সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পরিবারটি এখনও খুব আতঙ্কিত হয়ে রয়েছে। গ্রামের পরিস্থিতিও ভয়াবহ। পরিবারের একটাই দাবি, এনআইএ (NIA) তদন্ত করা হোক। ওরা মুখ্যমন্ত্রীর টাকা প্রত্যাহার করলেও আমার টাকা গ্রহণ করা হয়েছে, এটা আমার পরম প্রাপ্তি। মুখ্যমন্ত্রী ব্রাত্য, বিরোধী দলনেতাকে গ্রহণ করা হয়েছে। এটাই আমার আনন্দের।’
আরও পড়ুন:- আম্পায়ারকে ঘুষ? IPL-এ গড়াপেটা? সামনে আসলো চাঞ্চল্যকর VIDEO, দেখুন
প্রসঙ্গত উল্লেখ্য, সামশেরগঞ্জে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী। উচ্চ আদালত তাঁকে অনুমতি দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছিল। সেই শর্ত মেনেই এদিন তিনি সামশেরগঞ্জে পৌঁছন। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন