ফের রক্তাক্ত ভূস্বর্গ, জঙ্গিদের গুলিতে নিহত সমাজকর্মী

By Bangla News Dunia Dinesh

Published on:

us army arrest ahomed al kuredi in syria

Bangla News Dunia, Pallab : জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় এক সমাজকর্মীকে গুলি করে খুন করল জঙ্গিরা। শনিবার রাতে কান্দিখাস এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম গুলাম রসুল মার্গে। এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বছর পঁয়তাল্লিশের গুলামকে তাঁর বাড়ির সামনে ঘিরে ধরে কয়েক জন জঙ্গি। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলামের পেট এবং হাতে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুপওয়ারা জেলার হান্দওয়ারার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কী কারণে জঙ্গিরা সমাজকর্মীর উপর গুলি চালাল, তা স্পষ্ট হয়। তাঁর পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে, সমাজকর্মীর উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সেনা। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি চলছে।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন