দলের মহিলা নেত্রীকে অশ্লীল মেসেজ ! প্রাক্তন সাংসদকে বহিষ্কার করল সিপিএম

By Bangla News Dunia Dinesh

Published on:

CPM

Bangla News Dunia, Pallab : আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী। কয়েকদিন ধরে বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে চর্চা চলছিল। শেষ পর্যন্ত বাম জমানার মন্ত্রী বংশগোপালকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন। শনিবার রাতে এই মর্মে দলের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

মুর্শিদাবাদের এক মহিলা নেত্রীকে সমাজমাধ্যমে নানা কুরুচিকর বার্তা দেওয়ার অভিযোগ ছিল বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে। যা কার্যত ‘ভার্চুয়াল যৌন হেনস্তা’ হিসেবে অভিযোগ এসেছিল সিপিএমের কাছে। তার ভিত্তিতেই দলীয় স্তরে তদন্ত করা হয়। অবশেষে বংশগোপালকে বহিষ্কারের পথে হাঁটল সিপিএম।

রাজ্য সিপিএমের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, ‘আমরা কোনওদিন এই ধরনের ঘটনাকে দলের মধ্যে প্রশ্রয় দিইনি। ভবিষ্যতেও দেব না।’

অভিযোগকারী ওই সিপিএম নেত্রী জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলার। তাঁর অভিযোগ, বংশগোপাল চৌধুরী তাঁকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে অশ্লীল মেসেজ পাঠাতেন।গত বছর নভেম্বর মাসে তিনি জেলা সিপিএমকে এবিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে বিষয়টি পৌঁছেছিল। তার পর সব খতিয়ে দেখে বংশগোপাল চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট। বর্তমানে বংশগোপাল সিটুর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক পদে আছেন। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। মেসেজেরও উত্তর দেননি। পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন