ভারতকে লক্ষ্য করে রাখা ১৩০টি পারমাণবিক অস্ত্র ! প্রকাশ্যে হুমকি পাক মন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

india pakistan fight

Bangla News Dunia, Pallab : শুধুমাত্র ভারতকে লক্ষ্য করেই পাকিস্তানে রাখা রয়েছে ১৩০টি পারমাণবিক অস্ত্র (Nuclear weapon)। প্রকাশ্যে ঠিক এভাবেই ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি (Pakistan Minister Hanif Abbasi)। মন্ত্রীর দাবি, পাকিস্তানের বিভিন্ন অংশে গোপনে সেই পারমাণবিক অস্ত্রগুলি মজুত রাখা হয়েছে। শুধু তাই নয়, সিন্ধু জলচুক্তি স্থগিত রেখে ভারত যদি পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করে, তবে পুরোদস্তুর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

ভারত প্রসঙ্গে পাক মন্ত্রী বলেন, ‘যদি ওরা জল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ওদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। আমাদের কাছে যে সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলি প্রদর্শনের জন্য নয়। কেউ জানে না আমরা সারা দেশে কোথায় কোথায় পারমাণবিক অস্ত্র রেখেছি। আবারও বলছি, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি সবই তোমাদের দিকেই লক্ষ্য করা রয়েছে।’

সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্তকেও উপহাস করে হানিফ আব্বাসি বলেন, ‘নয়াদিল্লি নিজের পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে।’ পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়েও তিনি বলেন যে, ‘যদি পরিস্থিতি আরও ১০ দিন এভাবে চলতে থাকে, তাহলে ভারতের বিমান সংস্থাগুলি দেউলিয়া হয়ে যাবে।’

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্করের ছায়া সংগঠন এই হামলার দায় স্বীকার করার পরই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে (India-Pakistan)। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পালটা পদক্ষেপ করেছে পাকিস্তানও। যদিও পহেলগাঁওয়ের ঘটনার দায় এখনও অস্বীকারই করছে পাকিস্তান। দুই দেশের মধ্যে এই উত্তেজনার আবহে পাক মন্ত্রীর হুঁশিয়ারিতে পরিস্থিতি যে আরও গুরুতর হতে চলেছে, তা কার্যত স্পষ্ট।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন