বাস্তুশাস্ত্রে এই আটটি দিক খুবই গুরুত্বপূর্ণ , নিয়ম মেনে গুছিয়ে নিন বাড়ি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- বাস্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। তাই জীবনে সুখ – শান্তি বজায় রাখতে বাস্তুর সঠিক নিয়ম মেনে চলায় শ্রেয়। বাস্তু মতে ,আটটি দিক রয়েছে , যথা – পূর্ব , পশ্চিম , উত্তর , দক্ষিণ , ইশান , নৈঋত , অগ্নি এবং বায়ু। বাস্তু শাস্ত্রে এই প্রতিটি দিকের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে।

পূর্ব দিক :- পূর্ব দিকে  পুজোর ঘর, কাজের ঘর , পড়ার ঘর এগুলি এই দিকে মুখ করে করা যেতে পারে। এমনকি বাড়ির আলমারী বা সিন্দুকও এই দিকে মুখ করে ভালো। বাড়ির পূর্ব দিকে খোলা জাগা রাখা ভালো কারণ এই দিক দেবরাজ ইন্দ্রের দিক বলে বিবেচিত হয়।

আরো পড়ুন :- জন্মছকে বুধের প্রভাব থাকলে , জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসে জানুন

পশ্চিম দিক :- বাড়ির এই দিকে স্তর রুম , জলের ট্যাঙ্কি ও সিঁড়ি করতে পারেন। এই দিককে বরুন দেবতার দিকে বলে বিবেচিত হয়।

উত্তর দিক :- এই দিককে কুবেরের দিক বলে মনে করা হয়। তাই এই দিকে টাকা রাখতে পারেন।

দক্ষিণ দিক :- বাস্তু মতে এই দিক হচ্ছে যমরাজ এর দিক। বাড়ির রান্নাঘর ও খাবারের জাগা এইদিকে করবেন না।

ঈশান দিক :- এই দিককে দেবাদিদেব মহাদেবের দিক বলে বিবেচিত হয়। এই দিকটি বাড়ির জন্য খুবই শুভ।

নৈঋত দিক :- নৈঋত কথার অর্থ হচ্ছে দানব। বাড়ির এই দিকে কখনোই জলের ট্যাঙ্ক করবেন না।

অগ্নি দিক :- বাড়ির এই দিকে অগ্নিদেব থেকেন তাই বাড়ির এইদিকে কখনোই শৌচাগার বা স্নানাগার রাখবেন না।

বায়ু দিক :- এই দিককে পবন দেবের দিক বলা হয়। পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই দিক খুবই গুরুত্বপূর্ণ। তাই এই দিকে বৈঠক খানা রাখতে পারেন। এই দিককে খাবার ঘর ও শোবার ঘর হিসাবেও ব্যবহার করা যায়।

আরো পড়ুন :- বাড়ির কোনো শুভ কাজে এই জিনিস গুলো ব্যবহার করবেন না , হতে পারে অমঙ্গল

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য 

কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ ,  শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা ,  কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ

ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন