ব্যাঙ্কে দাবিহীন ভাবে পড়ে রয়েছে ৭৮ হাজার কোটি ! আপনি দাবীদার না তো ? দেখে নিন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কখনো কি ভেবে দেখেছেন, ব্যাঙ্কে মালিকানা ছাড়াই পড়ে রয়েছে হাজার হাজার কোটি টাকা (Unclaimed Money)? আর এই টাকা কারও ব্যক্তিগত নয়, বরং আমাদের মত সাধারণ মানুষের। হ্যাঁ, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত একটি রিপোর্টে উঠে এসেছে চমক দেওয়া তথ্য। জানা যাচ্ছে, দেশের বিভিন্ন ব্যাঙ্কে দাবিহীনভাবে পড়ে রয়েছে ৭৮ হাজার কোটি টাকা।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

কোথা থেকে আসলো এত টাকা?

আসলে অনেকেরই কোন না কোন পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। আর যেটা সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যান বা ব্যবহার করেন না। আর ঠিক এই সমস্ত অ্যাকাউন্ট থেকেই তৈরি হয়েছে বিপুল পরিমাণ দাবিহীন অর্থ। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে গত ১০ বছর ধরে যে সমস্ত ব্যাংক আচ্চউন্টে কোনরকম লেনদেন করা হয়নি, সেগুলি নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আর এই নিস্ক্রিয় অ্যাকাউন্টগুলির মধ্যে সবথেকে বেশি টাকা জমা রয়েছে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, ভারতীয় স্টেট ব্যাঙ্কে। আর এরপর রয়েছে কানারা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

দাবিহীন অর্থ ফেরত পাওয়ার সুযোগ

কেন্দ্র সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঠিক করেছে যে, এই দাবিহীন অর্থ গ্রাহকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আর এর জন্য সমস্ত সরকারি ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ নিষ্ক্রিয় টাকা নিষ্পত্তি করে দিতে। মানে যদি আপনার কোন পুরনো বা অব্যবহৃত অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এই টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। 

কীভাবে জানবেন আপনার নামে টাকা রয়েছে কিনা?

এই কাজটিকে আরঅ সহজ করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি অনলাইন পোর্টাল চালু করেছে। যার নাম UDGAM। এই পোর্টালের মাধ্যমে খুব সহজেই আপনি কয়েকটি ধাপ অবলম্বন করে জানতে পারবেন আপনার নামে কোনও টাকা রয়েছে কিনা-

  • প্রথমে UDGAM-র অফিসিয়াল পোর্টালে (https://udgam.rbi.org.in) যান।
  • এরপর “Unclaimed Deposit” অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আপনার নাম ব্যাঙ্কের নাম এবং অন্যান্য প্রয়োজনীয় সমস্ত তথ্য জমা দিন।
  • এবার সার্চ করলেই পোর্টাল দেখিয়ে দেবে যে, আপনার নামে কোনরকম দাবিহীন অর্থ পড়ে রয়েছে কিনা।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন