ভারত তৈরি। যে কোনও দিন যে কোনও বহিঃশত্রুর হানা প্রতিহত করতে তৈরি তারা। যা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতীয় নৌসেনা। আরবসাগরের ওপর ভারতীয় নৌসেনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া অবশ্যই এক কড়া বার্তা।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
পহেলগামে যেভাবে পাক মদতপুষ্ট হানা হয়েছে তারপর এই বার্তা অবশ্যই প্রাসঙ্গিক। ভারতের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করলে যে ভারত তার চরম পাল্টা জবাব দেবে তা এদিন আরও ভাল করে বুঝিয়ে দিল নৌসেনা।
এদিন আরবসাগরে ভারতীয় নৌসেনার একটি যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মহড়া হয়। যা সম্পূর্ণ সফল বলেই জানা গেছে। এই মহড়ার ছবিও প্রকাশ হয়েছে।
আরবসাগরের ওপর আইএনএস সুরাট থেকে এই মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। এই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে শত্রুপক্ষের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সিদ্ধহস্ত।
প্রসঙ্গত পাকিস্তান পহেলগামের মর্মান্তিক ঘটনার পরও সীমান্তে তাদের গোলাগুলি চালিয়ে যাচ্ছে। একেবারে নিয়ম ভেঙে পাক সেনা এপ্রিলের ২৬ ও ২৭ তারিখ তুতমারি গলি ও রামপুর সেক্টরে এলওসি-র ওপার থেকে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করেছে।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান