Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জমি নিয়ে বিবাদ চলছিল ৷ আর তার জেরে চাষের জমিতে বাবা ও মা-কে তাড়া করে ট্রাক্টর দিয়ে চাপা দিল ছেলে ৷ পরে লাঙল দিয়ে পিষে খুন করল ৷ এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগরমে ৷
এমনটা নয় যে ছেলেকে জমির ভাগ দেননি বাবা, মা ৷ এলাকাবাসীর সামনে সইসাবুদ করেই ছেলেকে সেই জমির ভাগ দেন তাঁরা ৷ কিন্তু, ছেলের দাবি, জমির অবশিষ্ট অংশ যা তাঁরা মেয়ের জন্য রেখেছেন সেটাও তার নামে লিখে দিতে হবে ৷ আর তাই এমন ভয়াবহ কাণ্ড ঘটাল ছেলে ৷ পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগরম জেলার চাল্লাভানিথোটা পঞ্চায়েতের অন্তর্গত নাদুপুরি কাল্লালু গ্রামে ঘটনাটি ঘটেছে ৷ জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা-মাকে নৃশংস খুনে এলাকাবাসীদেরও চোখে জল ৷
মৃতরা হলেন পান্ড্রঙ্কি আপ্পালানাইদু (55) এবং তাঁর স্ত্রী জয়া (45)। তাঁদের এক ছেলে রাজশেখর এবং মেয়ে রাধা কুমাই ৷ কয়েক বছর আগে বিশাখাপত্তনমের আনন্দপুরমের এক ব্যক্তির সঙ্গে তাঁদের মেয়ের বিয়ে হয় ৷ কিন্তু, স্বামীর মৃত্যুর পর রাধা বাবার বাড়িতে ফিরে আসেন ৷ কয়েক বছর আগে, আপ্পালানাইদুর যে এক একর জমি রয়েছে তার একভাগ ছেলেকে দিয়ে দেন ৷ রাধার বিয়ের সময় ওই জমি বন্দক দিয়েই অর্থ জোগাড় করেছিল দম্পত্তি ৷
মৃত পান্ড্রঙ্কি আপ্পালানাইদু এবং তাঁর স্ত্রী জয়া
তাঁরা জমির এক অংশ ছেলেকে দেওয়ার পর বাকিটা মেয়ের জন্য রেখে দিয়েছিলেন ৷ তাতেই ক্ষুব্ধ রাজশেখর ৷ সে জোরপূর্বক বহুবার ওই জমির বাকি অংশ নিজের নামে লিখিয়েও নিতে চেয়েছিলেন ৷ দাবি মেনে নেননি বাবা-মা ৷ শেষমেশ, ওই জমি মেয়ের নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন আপ্পালানাইদু ও জয়া ৷ এরপরই রাজশেখর আরও রেগে যায় ৷
শনিবার, রাজশেখর একটি ট্রাক্টর দিয়ে ওই বাকি অংশ সমান করছিল, বিক্রি জন্য। তার বাবা-মা থামানোর চেষ্টা করলে, সে ট্রাক্টর দিয়ে তাড়া করে ও তখন প্রাণ বাঁচাতে ভুট্টা ক্ষেতে গিয়ে আশ্রয় নেন ৷ ক্ষুব্ধ রাজশেখর সেখান থেকে তাঁদের খুঁজে বের করে এবং বাবা, মায়ের উপর দিয়েই ট্রাক্টর চালিয়ে দেয় ৷ পরে লাঙল দিয়ে পিষে মারে ৷ ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এরপর রাজশেখর তার স্ত্রী-সহ থানায় আত্মসমর্পণ করে। সার্কেল ইন্সপেক্টর জানান, মেয়ে রাধার অভিযোগের ভিত্তিতে, মামলা দায়ের হয়েছে ৷ তদন্ত চলছে ৷
আরও পড়ুন:- ৪ অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের কারণ, ভেঙে দেয় বাবা হওয়ার স্বপ্ন । বিস্তারিত জেনে নিন