একবার চুলে কালার করে কীভাবে টিকিয়ে রাখবেন দীর্ঘদিন? জানুন সিক্রেট টিপস

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চুলে রং করার পর তা দীর্ঘস্থায়ী রাখা বেশ চ্যালেঞ্জের। একটু যত্নে রঙিন চুলও টিকবে আরও অনেকদিন। রইল বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ১০টি কার্যকর টিপস।

প্রতিমাসে একবার পার্লারে গিয়ে রঙিন চুলের জন্য হেয়ার স্পা বা প্রোটিন ট্রিটমেন্ট করান।

১. রং করার ৭২ ঘণ্টার আগে শ্যাম্পু করবেন না:
চুলে রং বসতে সময় লাগে। রং করার পর অন্তত ৩ দিন পর্যন্ত চুল ধোবেন না। এতে রঙ গাঢ় ও স্থায়ী হবে।
২. সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন:
সাধারণ শ্যাম্পুতে থাকা সালফেট চুলের রং দ্রুত ফিকে করে। তাই Sulfate-free শ্যাম্পু ব্যবহার করুন।
৩. ঠাণ্ডা বা কুসুম গরম জল ব্যবহার করুন:
গরম পানি চুলের কিউটিকল খুলে দেয়, ফলে রং সহজে উঠে যায়। তাই সবসময় ঠাণ্ডা বা কুসুম গরম জল ব্যবহার করুন।

৪. নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন:
রঙিন চুলের জন্য বিশেষ কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল নরম থাকবে ও রং টিকবে।
৫. অতিরিক্ত সান এক্সপোজার এড়িয়ে চলুন:
সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি রঙ দ্রুত ফিকে করে। বাইরে বের হলে চুল ঢেকে রাখুন।
৬. ঘন ঘন চুল ধোয়া এড়িয়ে চলুন:
প্রতিদিন বা বারবার চুল ধুলে রং দ্রুত উঠতে শুরু করে। সপ্তাহে ২-৩ বার ধোয়াই যথেষ্ট।
৭. হিট স্টাইলিং কমান:
হেয়ার স্ট্রেটনার, কার্লার বা ব্লো ড্রায়ার কম ব্যবহার করুন। এগুলো রং নষ্ট করে দেয়।
৮. কালার প্রটেকশন মাস্ক ব্যবহার করুন:
সপ্তাহে অন্তত একবার কালার প্রটেকশন হেয়ার মাস্ক ব্যবহার করুন। এতে রঙের উজ্জ্বলতা বজায় থাকবে।
৯. অয়েলিং নিয়মিত করুন:
চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং রঙ ধরে রাখতে নিয়মিত নারকেল, অলিভ বা আর্গান অয়েল ব্যবহার করুন।
১০. রঙিন চুলের জন্য বিশেষ ট্রিটমেন্ট নিন:

আরও পড়ুন:- ৪ অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের কারণ, ভেঙে দেয় বাবা হওয়ার স্বপ্ন । বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন