SBI দিচ্ছে ২০ লাখ টাকার স্কলারশিপ । যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছাত্র-ছাত্রীদের জন্য স্টেট ব্যাংকের চালু করল নতুন বৃত্তি (SBI Scholarship). এই স্কলারশিপ স্কিমে আবেদন করলে মিলবে ২০ লাখ টাকার বৃত্তি সাহায্য। এই স্কলারশিপ মেধাবী, বুদ্ধিমান ছাত্র ছাত্রীদের পড়াশোনার স্বপ্ন পূরণ করার জন্য। যারা উচ্চশিক্ষায় আর্থিক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন, এবার স্টেট ব্যাংকের এই বৃত্তি প্রকল্পটিতে আবেদন করে সুবিধা পান।

SBI Scholarship Facilities 2025

ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রচুর সংখ্যক মানুষ এই ব্যাংকের প্রকল্প, সুদের হার ইত্যাদি দ্বারা উপকৃত। তবে এবার স্টেট ব্যাঙ্ক বৃত্তি প্রকল্প আনছে। আর সেই প্রকল্পের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা লাখ লাখ ছাত্রছাত্রীর। SBI Foundation এর উদ্যোগে চালু হয়েছে ‘SBI Asha Scholarship 2025’।

এই স্কলারশিপ থেকে কারা কী সুবিধা পাবেন?

এই স্কলারশিপে নির্বাচিত পড়ুয়ারা প্রতি বছর 20 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন। এর মধ্যে কোর্স খরচ বাবদ দেওয়া হবে 50% টাকা। আর বাকি অর্থ দিয়ে থাকার খরচ, প্রার্থীর টিউশন ফিস, একাডেমিক খরচ বা অন্যান্য প্রয়োজন মেটানো যাবে।

বিশেষ করে যারা দেশের বাইরে পা রেখে মাস্টার্স বা উচ্চতর পড়াশোনা করতে ইচ্ছুক, তাদের জন্য এই স্কলারশিপ। জানা যাচ্ছে যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন CSR প্রোগ্রাম Integrated Learning Mission (ILM)-এর আওতায় এই নতুন স্কলারশিপটি চালানো হচ্ছে।

স্কলারশিপে আবেদন করার যোগ্যতা

  1. এই স্কলারশিপে আবেদন করার জন্য একজন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  2. আবেদনকারীকে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হতে হবে। অর্থাৎ তিনি যেন SC/ST ক্যাটাগরি ভুক্ত হন।
  3. প্রার্থীকে অবশ্যই বিদেশে মাস্টার্স ডিগ্রি বা তার থেকে উচু কোন কোর্সে ভর্তি হতে হবে, তাঁর কাছে অফার লেটার থাকতে হবে।
  4. প্রার্থীর পূর্বের একাডেমিক বছরে অন্ততপক্ষে 75 শতাংশ নম্বর পেতে হবে।
  5. যারা আবেদনকারী তাঁদের পরিবারের বার্ষিক আয় হতে হবে ৬ লক্ষ টাকার মধ্যে। তবে, যদি বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হয় তাঁকে আগে অগ্রাধিকার দেওয়া হবে।
  6. এর পাশাপাশি, আবেদন করা বিশ্ববিদ্যালয় অবশ্যই থাকতে হবে QS World University Rankings বা Times Higher Education Rankings তালিকায়।

আবেদন জানাবেন কিভাবে?

  1. স্টেট ব্যাংক বৃত্তি প্রকল্পে আবেদন জানানোর জন্য প্রথমে ভিজিট করতে হবে- https://www.sbifashascholarship.org/ পোর্টালে।
  2. এবার ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
  3. এবার রেজিস্ট্রেশন করে নিন Buddy4Study-তে।
  4. এরপর ফর্ম ফিলাপ করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
  5. তারপর সমস্ত তথ্যগুলি যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
  6. এই বৃত্তি প্রকল্পের আবেদন জমা দেওয়া যাবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে।

উপসংহার: আপনার যদি উচ্চশিক্ষার আগ্রহ থাকে আর আপনি যদি আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হন, তাহলে স্টেট ব্যাংকের এই বৃত্তি আপনার স্বপ্নপূরণ করতে পারবে। তাই আর দেরি না করে বিস্তারিত জেনে আবেদন করুন।

আরও পড়ুন:- আলু ১০৫ টাকা, চাল ৩৪০ টাকা, ভারতের চালে পাকিস্তানের বাজারে আগুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন