নতুন নিয়মে ফ্রি রেশন সামগ্রী পেতে রেশন কার্ড গ্রাহকদের কি করতে হবে? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে এবার নয়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়মের ফলে নতুন কিছু বাধ্যবাধকতা যোগ হয়েছে সাধারণ মানুষের জন্য। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল প্রকৃত উপভোক্তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো এবং দুর্নীতি রোধ করা। এবারে খাদ্য দফতরের আধিকারিকদের তাদের রেশন দোকান ও ডিলারদের কাছে পরিদর্শনে যেতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

রেশন ব্যবস্থায় কড়াকড়ি বাড়াল পশ্চিমবঙ্গ সরকার

মুলত সপ্তাহের শেষে শনিবার ও রবিবার সকল অধিকর্তা ও জেলা খাদ্য আধিকারিকদের প্রতি সপ্তাহে রেশন ডিলার, রেশন দোকানে গিয়ে পরিদর্শন করতে হবে যে রাজ্যের ও কেন্দ্রের সকল নিয়মের পালন সেই সকল ডিলাররা করছেন কিনা আর না করা হলে সেই রিপোর্ট বানিয়ে সরকারের কাছে পাঠিয়ে দিতে হবে। সকলকে বাধ্যতামূলক ভাবে এই কাজ করতে হবে এবং গ্রাহকদের জন্য কিছু নিয়ম জানানো হয়েছে।

রেশন ব্যবস্থা নিয়ে নতুন নিয়ম

পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে, আগামী ৩০ জুনের মধ্যে সকল রেশন কার্ডে আধার সংযুক্তিকরণ না করলে সেই কার্ড বাতিল হতে পারে। রেশন দোকানে ভিড় কমাতে ও স্বচ্ছতা বজায় রাখতে চালু হচ্ছে ডিজিটাল টোকেন ব্যবস্থা, এর মাধ্যমে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়েই রেশন নিতে পারবেন গ্রাহকরা, এই নতুন নিয়মে যাদের রেশন কার্ডে এখনও আধার লিঙ্ক হয়নি কিংবা যাঁরা নিয়মিত রেশন তোলেন না, তাঁদের রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ এই মানুষজন সমস্যায় পড়তে পারেন!

  • যারা বাইরে থাকেন বা অন্য রাজ্যে কর্মরত
  • যাদের আধার আপডেট হয়নি বা কোনো সমস্যা রয়েছে
  • যারা ডিজিটাল লেনদেনে অভ্যস্ত নন

রেশন ডিলারদের জন্যও নতুন নিয়ম

  1. সরকার এবার রেশন ডিলারদের উপরও নজরদারি বাড়াচ্ছে।
  2. প্রতিদিনের রেশন বিতরণের তথ্য অনলাইনে আপডেট করতে হবে
  3. বেশি দাম নেওয়া বা অতিরিক্ত মাল পত্র রাখলে লাইসেন্স বাতিল হতে পারে
  4. রেশন দোকানে সিসিটিভি লাগানো বাধ্যতা মূলক

উপভোক্তারা কীভাবে প্রস্তুতি নেবেন?

রেশন ব্যবস্থা নিয়ে  দ্রুত আধার কার্ড রেশনের সাথে লিঙ্ক করুন, ডিজিটাল রেশন টোকেন ব্যবস্থা সম্পর্কে খোজ রাখুন, নিকট বর্তী রেশন দোকানে নিয়মিত যোগাযোগ রাখুন। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে রেশন ব্যবস্থায় পুরোপুরি ডিজিটাল পরিবর্তন আনা হতে পারে। রাজ্য সরকার চাইছে একটি Smart Ration System গড়ে তুলতে, যেখানে রেশন নেওয়া যাবে QR Code স্ক্যান করেও।

আপনার যদি কার্ড নিয়ে কোনও সমস্যা থাকে, তবে দ্রুত সংশ্লিষ্ট রেশন অফিসে যোগাযোগ করুন এবং নতুন নিয়ম মেনে চলুন। কারণ এই নিয়ম গুলি এখন শুধু কঠোর নয়, বরং বাধ্যতামূলকও। এই নিয়ম না মানা হলে অনেক মানুষের আগামী দিনে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবারে এই সম্পর্কে আরও জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।

 

আরও পড়ুন:- আলু ১০৫ টাকা, চাল ৩৪০ টাকা, ভারতের চালে পাকিস্তানের বাজারে আগুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন