২৭ তলা বাড়ির সবচেয়ে উপরে কেন থাকেন অম্বানীরা? কারণটা বেশ চমকপ্রদ, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গুগল বাবাজীর মতে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি হলো লন্ডনের বাকিংহাম প্যালেস। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ধনকুবের মুকেশ অম্বানীর বাসস্থান ‘অ্যান্টিলিয়া’। অম্বানীদের বাড়ি যে রাজকীয় হবে, তাতে কোনও সন্দেহ নেই। তবে এই বাড়ি দেখলে বিস্মিত হতেই হয়। বাড়ির কোণায় কোণায় প্রাচুর্যের হাতছানি। মুকেশ-নীতার এই ২৭ মহলা বাড়ি পরিপাটি করে রাখার দায়িত্বে রয়েছেন প্রায় ৬০০ কর্মী। তাঁরাও থাকেন এই বাড়িতেই।

রেস্তোঁরা, জিম, শপিং মল, সুইমিং পুল, খেলার মাঠ সবই রয়েছে এক ছাদের তলায়। তবে অনেকেই জানতে চান, পরিবারের সদস্যরা এই এত বড় বাড়ির ঠিক কোন ফ্লোরে থাকেন। বাড়ির সকলেই আক্ষরিক অর্থে আকাশের কাছাকাছি থাকেন। নীতা-মুকেশ এবং তাঁর দুই ছেলে আকাশ অম্বানী এবং অনন্ত অম্বানী সস্ত্রীক ২৭ তলাতেই থাকেন।

মনে হতেই পারে এত জায়গা থাকতে সকলে ২৭ তলাতেই থাকতে গেলেন কেন? এর অবশ্য একটি কারণ আছে। এক ইন্টারভিউয়ে নীতা সেই কারণ খোলসাও করেন। নীতা জানিয়ে ছিলেন, মুম্বইয়ে দূষণ খুব বেশি। তা ছাড়া ব্যস্ত বাণিজ্যনগরীর কোলাহল থেকে দূরে থাকতে চেয়েছিলেন। ঠিক সেই কারণেই সবচেয়ে উপরের তলায় থাকায় সিদ্ধান্ত নিয়েছেন।

নীতা প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন। তিনি চেয়েছিলেন তাঁর সব ঘরে যেন আলো-বাতাস খেলা করে। উঁচুতে থাকলে সেটা পাওয়া অসম্ভব নয়। তা ছাড়া নীতার ২৭ তলায় থাকার আরও একটি কারণ সমুদ্রতটে ঢেউ আছড়ে পড়া দেখা।

আরও পড়ুন:- আলু ১০৫ টাকা, চাল ৩৪০ টাকা, ভারতের চালে পাকিস্তানের বাজারে আগুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন