Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সঞ্চয়ের কথা উঠলেই বেশিরভাগ মানুষ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে নিজেদের ভবিষ্যৎকে নিরাপদ করার লক্ষ্যে থাকে। কারণ ফিক্সড ডিপোজিট যেমন নিরাপদ ঠিক তেমনভাবে-এর দ্বারা ভালো সুদের হার পাওয়া যায়। অতএব মুনাফা লাভের সম্ভাবনা থাকে। ব্যাংক কিংবা পোস্ট অফিস সর্বত্রই ফিক্সড ডিপোজিট হয়। কিন্তু ব্যাংক বিশেষে সুদের হারে পার্থক্য থাকে। তবে বর্তমানে বেশ কিছু ব্যাংক ৯.১% হারে সুদ দিচ্ছে। যা নিঃসন্দেহে দুর্দান্ত মুনাফা লাভের দিক।
Fixed Deposit Interest Rate
যেখানে দেখা যাচ্ছে, বর্তমানে বেশিরভাগ ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার দিনের পর দিন কমিয়ে দিচ্ছে। তাই স্বাভাবিক ভাবেই মানুষ বিষয়টি নিয়ে চিন্তিত। তবে এখনো পর্যন্ত কিছু ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিটে উচ্চহারে সুদ দিচ্ছে। এই ব্যাংকগুলি 9.1% পর্যন্ত সুদ দিচ্ছে।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, সিনিয়র সিটিজেনরা একাধিক জায়গায় বিনিয়োগ করে ঝুঁকি নিতে চান না। তাঁদের জন্য তাই ফিক্সড ডিপোজিট আজও পছন্দের বিনিয়োগের জায়গা। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি রেপো রেট কম করেছে। তাই বেশিরভাগ ব্যাঙ্ক তাঁদের এফডি ও সঞ্চয় অ্যাকাউন্টে সুদের হার কমাচ্ছে। তবে এও মনে রাখা দরকার, তিন বছরের মাঝারি মেয়াদের এফডিতে বিনিয়োগ করার জন্য এখন ব্যাঙ্কগুলি অন্যতম সেরা বিকল্প হয়ে উঠেছে।
৯.১% হারে সুদ দিচ্ছে কোন কোন ব্যাংক?
এখনো পর্যন্ত কিছু ছোটখাটো ফাইন্যান্স ব্যাঙ্ক রয়েছে, যেগুলি সিনিয়র সিটিজেনদের মোট বছরের মেয়াদে আকর্ষণীয় হারে সুদ অফার করে থাকে। তার মধ্যে অন্যতম হল উতকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এটি ৩ বছর ফিক্সড ডিপোজিটে ৯.১% সুদ অফার করে সিনিয়র সিটিজেনদের, যা বর্তমানে সর্বোচ্চ। এরপর উল্লেখ করতে হয় নর্থইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের কথা।
এটি তিন বছরের মেয়াদের ৯% সুদ অফার করে এফডিতে। স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং সুর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৩ বছরের মেয়াদে ৮.৭৫% সুদ অফার করে সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে। এর পাশাপাশি, ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তিন বছর মেয়াদের জন্য এফডি -তে সিনিয়র সিটিজেন দের 8.65% হারে সুদ অফার করে। সবশেষে না বললেই নয়, একুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের কথা, এখানেই তিন বছরের মেয়াদে সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিটে 8.25% হারে সুদ পাবেন।
উপসংহার: আপনারা যারা ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখতে ইচ্ছুক, তারা এই ব্যাংকগুলিতে টাকা রাখতে পারেন ও মুনাফা অর্জন করতে পারেন। তবে মূলত সিনিয়র সিটিজেনদের জন্য উচ্চহারে সুদ প্রদান করা হচ্ছে। তবে টাকা রাখার আগে অবশ্যই সমস্ত কাগজপত্র পড়ে নেবেন ও নিজের দায়িত্বে বিনিয়োগ (Investment) করবেন।
আরও পড়ুন:- SBI দিচ্ছে ২০ লাখ টাকার স্কলারশিপ । যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।