JNU-তে ফিকে হচ্ছে বাম-অতিবাম দাপট! ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ABVP

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়(JNU)-এর ছাত্র সংসদ নির্বাচনে জয় পেল অতিবাম ছাত্র জোট। তবে ছাত্র সংসদের চারটি আসনের মধ্যে তিনটিতে জয় ছিনিয়ে নিতে বামেদের কঠিন লড়াই করতে হয়েছে সংঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(ABVP)-এর সঙ্গে। ছাত্র সংসদের ৩ টি আসন বামেদের দখলে গেলেও যু্গ্ম সম্পাদক পদে জিতেছেন এবিভিপি-র প্রার্থী। আর এই জয়ের মধ্যে দিয়েই প্রায় ৯ বছর পর জেএনইউয়ের ছাত্র সংসদ নির্বাচনে খাতা খুলেছে এবিভিপি।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

গত শুক্রবার ছিল জেএনইউয়ের ছাত্র সংসদের নির্বাচন। নির্বাচনে অংশগ্রন করেন প্রায় সাড়ে পাঁচ হাজার পড়ুয়া। রবিবার ছিল ভোট গননা। সোমবার ভোরে জেএনইউএসইউ নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। যুগ্ম সম্পাদক পদে প্রায় একদশকের খরা কাটিয়ে জেতেন এবভিপির প্রার্থী বৈভব মীনা। তবে ভোট গণনার সময় হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষপর্যন্ত ছাত্র সংসদের সভাপতি পদে জয় লাভ করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন(আইসা)-এর নীতীশ কুমার । ১,৭০২ ভোট পান তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী এবিভিপি শিখা স্বরাজ পেয়েছেন ১,৪৩০ ভোট। ১,১৫০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে জয়লাভ করেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন (ডিএসএফ)-এর মনীষা। তাঁর প্রতিদ্বন্ধি এবিভিপির নিতু গৌতমের ভাগ্যে জোটে ১,১১৬ ভোট। ১,৫২০ ভোট পেয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে জিতেছেন ডিএসএফ-এর প্রার্থী মুনতেহা ফাতিমা। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো এবভিপির কুনাল রাই পেয়েছেন ১,৪০৬ ভোট।

প্রসঙ্গত, চলতি বছরের জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনে আইসা এবং ডিএসএফ জোট করলেও এসএফআই, অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ), বিরসা অম্বেডকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বাপসা) এবং পিএসএ পৃথক জোট গড়ে লড়াইয়ের ময়দানে নামে। অপরদিকে স্বাধীন ভাবে প্রতিদ্বন্ধিতা করেও একটি পদে জয়লাভ সহ অন্য তিনটি পদেই উল্লেখযোগ্য সংখ্যায় ভোট পেয়ে রীতিমত উচ্ছ্বসিত এবিভিপি। এই প্রসঙ্গে আইসার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘এটা সত্যিই উদ্বেগের বিষয় যে, এবিভিপি মাত্র ৮৫ ভোটের ব্যবধানে হলেও যুগ্ম সম্পাদক পদে জয়লাভ করেছে। পরিকল্পিত এবং কাঠামোগত আক্রমণ, ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি এবং অধ্যাপক পদে বিজেপি-ঘনিষ্ঠদের বসিয়ে ক্যাম্পাসে শাসকগোষ্ঠীর টিকিট পাকা করতে চেয়েছিল এরা। তবে আরও একবার জেএনইউ-তে নেতৃত্বের অবস্থানে ফিরল বামপন্থীরাই।’’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন