রাষ্ট্রসংঘে পহেলগাঁও হামলার দায় নেওয়া টিআরএফের পাশে দাঁড়াল পাকিস্তান, নেপথ্যে চিন

By Bangla News Dunia Dinesh

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) মৃত্যু হয়েছে ২৭ জনের। এই হামলার পরই দায় স্বীকার করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ (TRF)। কিন্তু তা সত্ত্বেও প্রথম থেকেই এই হামলায় পাক মদত থাকার অভিযোগ অস্বীকার করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে এবারে রাষ্ট্রসংঘে (UNSC) এই হামলায় জড়িত টিআরএফের পাশেই দাঁড়াল পাকিস্তান। আর এতে ইসলামাবাদের সঙ্গ দিয়েছে চিনও।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া সমালোচনা করে নিন্দাপ্রস্তাব প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু সেই নিন্দাপ্রস্তাবে নেই টিআরএফের নাম। সূত্রের খবর, নিন্দাপ্রস্তাব থেকে টিআরএফের নাম সরানোর নেপথ্যে রয়েছে পাকিস্তান। টিআরএফের নাম উল্লেখ করে রাষ্ট্রসংঘের নিন্দাপ্রস্তাব প্রকাশ নিয়ে আপত্তি জানানো হয়েছিল পাকিস্তানের তরফে। আর এতে পাকিস্তানের পক্ষ নেয় চিন। আমেরিকার সঙ্গেও এনিয়ে বিবাদও চলে। কিন্তু টিআরএফের নাম না প্রকাশ করার দাবিতে পাকিস্তান যুক্তি দেয় যে, প্রথমে হামলার দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করেছিল এই জঙ্গি সংগঠন। সুতরাং টিআরএফই যে হামলায় যুক্ত তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। এরপরই নিন্দাপ্রস্তাব থেকে সরানো হয় টিআরএফের নাম।

এনিয়ে কূটনৈতিক মহলের অনুমান, বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে লস্করকে দিয়ে কাশ্মীরের মাটিতে সন্ত্রাসবাদ চালানো পাকিস্তানের জন্য অসম্ভব হয়ে পড়েছে। তাই এটির ছায়া সংগঠন টিআরএফকেই এবার হাতিয়ার বানাতে চাইছে আইএসআই ও পাক সেনা। এমনকি প্রথমে টিআরএফের তরফে দায় স্বীকারের পরই তা অস্বীকারের পেছনেও পাকিস্তানেরই ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। টিআরএফের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ এড়ানোর জন্যই পরবর্তীতে সাইবার হামলাকে কারণ হিসেবে দেখানো হয়েছে বলে মত অনেকের।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন