কলকাতায় চালু হচ্ছে Air Taxi! কি কি সুবিধা মিলবে? এক ক্লিকে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতার হলুদ ট্যাক্সির মাহাত্ম কে না জানেন। কিন্তু কখনও শুনেছেন Air Taxi-এর কথা? এটি চালু হচ্ছে শীঘ্রই। এমনিতেই এখন মানুষ অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করতে অভ্যস্থ। ওলা, ওবের যাত্রী সাথী-সহ একাধিক অ্যাপ ক্যাব ছুটে চলছে শহর জুড়ে। এরই মাঝে নতুন এই এয়ার ট্যাক্সি যেন অভিনব সংস্করণ। এতে কি কি সুবিধা মিলবে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

কলকাতায় চালু হচ্ছে Air Taxi!

অফিস যাওয়ার পথে রোজকার যানজটে কাহিল বহু মানুষ। যার ফলে অফিস, কলেজ যেতে দেরি হয়ে যায়। কিন্তু নতুন এয়ার ট্যাক্সি চালু হলে নাকি এই সব সমস্যার মুশকিল আসান হয়ে যাবে। বলা হচ্ছে যে, এর মাধ্যমে আপনি সহজেই উড়ে উড়ে পৌঁছে যেতে পারবেন নিজের গন্তব্যে। আর খরচ? তাও নামমাত্র। সম্প্রতি দেশের একটি বড় সংস্থা এই এয়ার ট্যাক্সির ঝলক সামনে এনেছে। আর সেই দেখেই তো চমকে গিয়েছেন সকলে।

এয়ার ট্যাক্সির সুবিধা কী কী?

প্রস্তুতকারক কোম্পানিটি দাবি তুলছে যে এয়ার ট্যাক্সিটি আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে একেবারে উড়িয়ে নিয়ে। এটি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে হাওয়ায় উড়তে পারবে। এতে ব্যবহার করা হচ্ছে আধুনিক ব্যাটারি প্রযুক্তি। যার সাহায্যে এটি ১৬০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণে সক্ষম। অন্তত ট্যাক্সিটি সেভাবেই ডিজাইন করা হয়েছে। আবার এও জানা যাচ্ছে যে, এটি ২৫-৩০ কিমি ভ্রমণের জন্য ব্যবহৃত হবে।

এতে বসতে পারবেন একসঙ্গে ৬ জন যাত্রী এবং একজন চালক। এয়ার ট্যাক্সি সর্বোচ্চ ৬৮০ কেজি ওজন বহন করতে পারবে। কিন্তু প্রশ্ন হল, ট্যাক্সির ভাড়া কত হবে? আপাতত জানা যাচ্ছে, প্রথমে প্রিমিয়াম ক্যাবের ভাড়ায় এই ট্যাক্সিতে চড়া যাবে। যদিও পরে আরো কমবে ট্যাক্সির ভাড়া।

কবে থেকে চালু হবে এই পরিষেবা?

এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০৩০ সাল অথবা তার আগেই কলকাতাতে এয়ার ট্যাক্সিকে (Air Taxi Kolkata) চলতে থুরি উড়তে দেখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ সালের শুরুতে দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপোতে তাঁদের এয়ার ট্যাক্সিকে অ্যারোস্পেস স্টার্টআপ সরলা এভিয়েশন সারা বিশ্বের সামনে তুলে ধরে। জানা যাচ্ছে, এই কোম্পানিটি প্রথমে বেঙ্গালুরুতে এবং পরে অন্যান্য শহরেও এটি চালু করবে।

উপসংহার: কলকাতা (Kolkata) শহরে এয়ার ট্যাক্সি (Air Taxi Service) চালু হলে নিত্যযাত্রীদের দারুন উপকার হবে তা তো বোঝাই যাচ্ছে। তবে বোঝা যাচ্ছে আপাতত বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। তারপর হয়তো প্রযুক্তির কল্যাণে দারুন উপহার পাবেন শহরের অধিবাসীরা।

 

আরও পড়ুন:- সাদা vs কালো, কোন রঙের প্লাস্টিক ব্যবহারে ক্ষতি বেশি? জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন