Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতার হলুদ ট্যাক্সির মাহাত্ম কে না জানেন। কিন্তু কখনও শুনেছেন Air Taxi-এর কথা? এটি চালু হচ্ছে শীঘ্রই। এমনিতেই এখন মানুষ অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করতে অভ্যস্থ। ওলা, ওবের যাত্রী সাথী-সহ একাধিক অ্যাপ ক্যাব ছুটে চলছে শহর জুড়ে। এরই মাঝে নতুন এই এয়ার ট্যাক্সি যেন অভিনব সংস্করণ। এতে কি কি সুবিধা মিলবে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
কলকাতায় চালু হচ্ছে Air Taxi!
অফিস যাওয়ার পথে রোজকার যানজটে কাহিল বহু মানুষ। যার ফলে অফিস, কলেজ যেতে দেরি হয়ে যায়। কিন্তু নতুন এয়ার ট্যাক্সি চালু হলে নাকি এই সব সমস্যার মুশকিল আসান হয়ে যাবে। বলা হচ্ছে যে, এর মাধ্যমে আপনি সহজেই উড়ে উড়ে পৌঁছে যেতে পারবেন নিজের গন্তব্যে। আর খরচ? তাও নামমাত্র। সম্প্রতি দেশের একটি বড় সংস্থা এই এয়ার ট্যাক্সির ঝলক সামনে এনেছে। আর সেই দেখেই তো চমকে গিয়েছেন সকলে।