‘অপরাধীদের স্বর্গরাজ্য’, রাষ্ট্রপুঞ্জে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বিঁধল ভারত

By Bangla News Dunia Dinesh

Published on:

india pakistan fight

Bangla News Dunia, Pallab : পাকিস্তানকে ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ বলে কটাক্ষ করল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতীয় দূত যোজনা প্যাটেল জানিয়েছেন, ২৬/১১ মুম্বই হামলার পর পহেলগামের জঙ্গি হানাতেই সবচেয়ে বেশি নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে পহেলগাম হামলার পরে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছে এবং ভারতের প্রতি সহমর্মিতা জানিয়েছে, সে কথাও নিজের বক্তব্যে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

পাকিস্তানের বিরুদ্ধে লস্কর, জইশ-ই-মহম্মদ সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। ২২ এপ্রিল ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পহেলগামের বৈসারনে ২৬ জন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট প্রথমে হামলার দায় স্বীকার করলেও পরে পাকিস্তানের চাপে তা অস্বীকার করে। সেই হামলা নিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে সরব হল ভারত।

যোজনা প্যাটেল বলেছেন, ‘পহেলগামে জঙ্গিহানার পর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানেরা যেভাবে দৃঢ় সমর্থন এবং সংহতি জানিয়েছেন, ভারত তার প্রশংসা করে। আন্তর্জাতিক মঞ্চ যে সন্ত্রাসবাদের প্রতি কোনও নমনীয় মনোভাব দেখাবে না, এটি তারই প্রমাণ।’ রাষ্ট্রপুঞ্জের ‘ভিক্টিম্‌স অফ টেররিস্ট অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক’-এর আলোচনাসভায় ওই মন্তব্য করেন তিনি।

তাঁর সংযোজন, ‘জঙ্গিগোষ্ঠীগুলিকে পাকিস্তানের সমর্থন, প্রশিক্ষণ এবং আর্থিক মদতের ইতিহাস স্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তার কথা শুনেছে গোটা বিশ্ব। পাকিস্তান যে সন্ত্রাসে ইন্ধন জোগাচ্ছে, তা বেআব্রু হয়ে গিয়েছে।’

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন