প্রতিমাসে পাবেন ৯৩৭৫ টাকা! LIC-এর নতুন স্কিম দিচ্ছে দারুণ সুযোগ । বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাস যোগ্য বীমা সংস্থা LIC (Life Insurance Corporation of India) সম্প্রতি একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে, যা বিনিয়োগকারীদের মাসে নির্দিষ্ট পরিমাণ আয় নিশ্চিত করছে, এই স্কিমটি এলআইসি জীবন শান্তি স্কিমও বলা হয়ে থাকে। বর্তমান বাজারের ওঠাপড়ার মধ্যেও এই স্কিমটি এক স্থায়ী আয় এর নিরাপদ বিকল্প হয়ে উঠছে।

প্রতি মাসে ৯৩৭৫ টাকা নিশ্চিত আয় LIC এর নতুন স্কিমের বিশেষ সুবিধা

LIC এর নতুন স্কিমে বিনিয়োগের প্রধান বৈশিষ্ট্য – প্রতিমাসে স্থায়ী আয় ৯,৩৭৫, মোট বিনিয়োগ ১৫ লাখ, প্রায় ৭.৫%, ৫ বছর পর্যন্ত, বিনিয়োগের ১ মাস পর থেকেই, মাসিক ভিত্তিতে ব্যাংক একাউন্টে। এই স্কিম মূলত মাসিক আয় ভিত্তিক পরিকল্পনা (Monthly Income Plan) যেখানে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রেখে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ পান। LIC মূলধনের নিরাপত্তা বজায় রেখে একটি নির্ভরযোগ্য আয় এর উৎস তৈরি করে দেয়।

কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন?

  • যারা অবসর গ্রহণ করেছেন
  • যারা ফিক্সড ইনকাম চান
  • কম ঝুঁকিতে স্থায়ী আয় খুজছেন
  • কর বিনিয়োগ খাতে লাভ করতে চান

এই স্কিমের সুবিধা গুলি এক নজরে

  1. নিশ্চিত মাসিক আয় – প্রতিমাসে সময় মতো টাকা আপনার ব্যাংক একাউন্টে পৌছে যাবে
  2. মূলধনের নিরাপত্তা – LIC ভারত সরকারের অধীনে পরিচালিত সংস্থা, তাই ঝুকির আশঙ্কা কম
  3. নো মার্কেট রিস্ক – শেয়ার বাজারের মতো ওঠানামার কোনো প্রভাব নেই
  4. ট্যাক্স বেনিফিট – আয়কর আইনের ধারা ৮০সি অনুসারে কর ছাড়

বিনিয়োগ শুরু করবেন কীভাবে?

এই স্কিমে বিনিয়োগ করার জন্য এলআইসির যে কোনও শাখায় যোগাযোগ করুন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন করা যায়। নিচের কাগজ পত্র প্রয়োজন – আধার কার্ড ও প্যান কার্ড, ঠিকানার প্রমাণ পত্র, ব্যাংক একাউন্টের ডিটেলস, ছবি। আর এই পলিসি স্কিমে বিনিয়োগ করার আগে সকলের উচিত যে চিন্তা ভাবনা করে সঠিক তথ্য জেনে নিয়ে সিদ্ধান্ত নেওয়া।

আরও পড়ুন:- মেয়েরা ছেলেদের থেকে কানে শোনে বেশি, কারণটা জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন