Bangla News Dunia, Pallab : একের পর এক উসকানিমূলক মন্তব্যের জেরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের এক্স হ্যান্ডেল ব্লক করল ভারত। হামলার পর তিনি দাবি করেছিলেন, ‘পুরোটাই সাজানো ঘটনা। এটা এই অঞ্চলে, বিশেষ করে পাকিস্তানের জন্য সংকট তৈরির বিষয়ে ভারতের পরিকল্পিত প্রচেষ্টা।’ তাঁর বিতর্কিত নানা মন্তব্য এদেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই কারণে পাক প্রতিরক্ষামন্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ব্লক করেছে ভারত।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
উসকানিমূলক মন্তব্য এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু প্রচারের অভিযোগে ইতিমধ্যে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। যার মধ্যে রয়েছে ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, জিও নিউজের ইউটিউব চ্যানেল। এর পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু প্রচার, ভারতীয় সেনা এবং নিরাপত্তা সংস্থা সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের কারণে ওই চ্যানেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য