পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করবে ভারত ? জলপথেও নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁও হামলার জবাবে (Pahalgam terrorist attack) পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারত একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে। এই আবহেই আরও বিপাকে পড়তে চলেছে পাকিস্তান। সূত্রের খবর, এবার পাকিস্তানের বিমানের (Pakistani airlines) জন্য ভারতের আকাশসীমা বন্ধ (Indian Airspace) করার চিন্তাভাবনা করছে নয়াদিল্লি। এমনকি ভারতীয় বন্দরগুলিতে পাকিস্তানি জাহাজের (Pakistani ships) উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টিও বিবেচনাধীন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

গত সপ্তাহে ভারতের কূটনৈতিক পদক্ষেপের পর পালটা পদক্ষেপ করেছিল পাকিস্তানও। সেই সময় ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল সে দেশের সরকার। তারই প্রতিশোধ হিসেবে এবার আকাশপথের পাশাপাশি জলপথেও নিষেধাজ্ঞা জারির রাস্তায় হাঁটতে চলেছে ভারত। আর এই পদক্ষেপের ফলে কুয়ালালামপুরের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার গন্তব্যগুলিতে যাওয়ার জন্য পাকিস্তানি বিমানগুলিকে চিন বা শ্রীলঙ্কার মতো দেশগুলির আকাশসীমা ব্যবহার করে যেতে হবে। এতে গন্তব্যগুলিতে পৌঁছতে আরও বেশি সময় লাগার পাশাপাশি বিমান চলাচলের খরচও বাড়বে। যদিও পহেলগাঁও হামলার পর থেকেই ভারতের কোনও প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কায় পাকিস্তানি বিমানগুলি ইতিমধ্যেই ভারতের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। কিন্তু এই হামলায় পাক মদতের অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করেছে ইসলামাবাদ। কিন্তু ঘটনার জবাবে সিন্ধু জলচুক্তি বাতিল, পাকিস্তানিদের ভিসা বাতিল, ওয়াঘা-অটারি সীমান্ত বন্ধ সহ একাধিক পদক্ষেপ করেছে ভারত। পালটা জবাবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ, আকাশসীমা বন্ধ সহ বেশ কিছু পদক্ষেপ করেছে পাকিস্তানও।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন