Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে , কেতুর দোষ কাটাতে ক্যাটসআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের সমস্যায় ভোগেন তাদের জন্য এই রত্ন খুবই কার্যকর। যার ফলে জীবনের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুবই উপকার হয়।
যারা মামলা সংক্রান্ত সমস্যায় ভোগেন তাদের জন্য এই রত্ন খুবই উপকারী। অশুভ প্রভাব , গুপ্ত শত্রু , উচ্চ স্থান থেকে পতন , কলহ এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে এই রত্ন খুবই কার্যকারী। এছাড়া স্মৃতি শক্তি বৃদ্ধিতে এই রত্ন খুবই কার্যকরী।
জ্যোতিষ শাস্ত্র মতে , কেতুর প্রভাব থেকে রক্ষা করতে ক্যাটসআই সর্বপেক্ষা উপকারী। এই রত্ন অন্ধকারে বিড়ালের চোখের মত জ্বল জ্বল করে বলে একে ক্যাটসআই বলা হয়। শ্রীলঙ্কার ক্যাটসআই সবচেয়ে বেশি উন্নত। এছাড়া ভারতের রাজস্থান ও গুজরাটে , ব্রাজিলে , আমেরিকায় ও আরব দেশেও এই রত্ন পাওয়া যায়।
আরো পড়ুন :- মহাদেবের কৃপাদৃষ্টি পেতে বাড়িতে পালন করুন এই নিয়ম গুলি
এই রত্ন ধারণ করার সাথে সাথেই ফল দেয়না , ফল দিতে তিন মাস সময় নেয়। কোনো মানুষ যদি বিভিন্ন সমস্যায় বা কেতু দোষ ভুগে থাকেন তবে কোনো ভালো জ্যোতিষ দেখিয়েই এই রত্ন ধারণ করা দরকার। কারণ আপনার জন্য কি প্রকারের রত্ন প্রয়োজন সেই বুঝেই এই রত্ন ধারণ করা দরকার। নয়তো এই ফলে থেকে বঞ্চিত হতে পারেন।
তবে কখনোই নিজে থেকে দোকানে গিয়ে ক্যাটসআই ক্রয় করবেন না , তার আগে কোনো জোতিষির পরামর্শ নিয়েই এই রত্ন ক্রয় করবেন। যাতে করে সঠিক ও আসল রত্নই আপনি পান।
আরো পড়ুন :- এই রাশির ব্যাক্তিদের কেউ নিয়ন্তন করতে পারে না , এরা নিজের মত চলে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)