নববর্ষ রাহুর প্রভাবে বিভিন্ন সমস্যায় পড়তে পারে এই ৩ রাশির মানুষরা

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে , রাহু যখন কোনো ঘরে অবস্থান করে তখন সেই ঘরকে প্রভাবিত করে থাকে। রাহুর প্রভাব মানুষের জীবনে ভয়ানক সমস্যার সৃষ্টি করতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী , নতুন বছরে কয়েকটি রাশি আছে যাদের উপর রাহুর প্রভাব থাকবে। তবে চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় আপনার বা আপনার প্রিয়জনের রাশি আছে কি না।

আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে সূর্যদেব ! দেখুন কোন কোন রাশিকে শুভ ফল দেবে

মেষ রাশি :- এই বছরে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে , তাই স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত। এই বছরের শুরুতেই আপনার বসত বাড়ি পরিবর্তন করতে হতে পারে। এই বছর অসুস্থ হওয়া বা দুর্ঘটনার যোগ রয়েছে , সাবধানে চলাফেরা করুন। এই বছর আপনি যেই কাজেই হাত দেবেন তাতে বাধা প্রাপ্ত হবেন। এই বছর কাজের পাশাপাশি যথেষ্ট পরিমানে বিশ্রাম নিন। নতুন বছরে কোনো প্রকার আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলুন , কারণ প্রতারিত হতে পারেন। নতুন বছরে আপনার পারিবারিক জীবন ভালো খারাপ মিলিয়ে যাবে।

niladri misra

কর্কট রাশি :- এই নতুন বছর এই রাশির জাতক – জাতিকাদের খুব খারাপ কাটতে পারে। এই বছর নিজের প্রতি ভরসা রাখুন। এই বছর কোনো আর্থিক বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করবেন। নতুন বছরে সহজে করা কাজ গুলি করতে অসুবিধের সামনা করতে হবে। এই বছর নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখুন। নতুন বছরে হীনমন্যতায় ভুগতে পারেন। আপনার থেকে কম যোগ্যতার মানুষ আপনার সামনে উন্নতি করে চলবে।

তুলা রাশি :- এই নতুন বর্ষে মানসিক দিক থেকে বিভিন্ন সমস্যা দেখে দিতে পারে। নতুন বছরে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। নতুন বছরে আপনার কাছের কেউ আপনাকে ঠকাতে পারে। বৃহস্পতি ও শনির ঘর পরিবর্তনের জন্য বিভিন্ন বাইরের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নতুন বছরে মানুষকে বিশ্বাস করা আপনার জন্য কঠিন হয়ে উঠবে।

আরো পড়ুন :- জলের মতো টাকা খরচ করে এই রাশি গুলি দেখে নিন তালিকায় আপনি আছেন কি না

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় , অগ্রিম বুকিং আবশ্যক  )

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন