চানক্য নীতি : ব্যবসা ও চাকরির ক্ষেত্রে সফলতার জন্য ৩ টি প্রধান চাবিকাঠি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন।  কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।

পন্ডিত চাণক্য তার চাণক্য নীতিতে বলে গেছেন , ব্যাবসা ও চাকরি ক্ষেত্রে সফলতা পাবার জন্য প্রতিটি মানুষকে সেই কর্মের একটি সঠিক পরিকল্পনা করা উচিত। কারণ কাজের পরিকল্পনা না করে কাজ করলো সফলতা তাদের থেকে অনেক দূরে থাকে। চলুন জেনে নেওয়া যাক সফলতা অর্জনের প্রধান ৩ টি চাবিকাঠি কি কি –

আরো পড়ুন :- চানক্য নীতি : মানুষের সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় এই ৫টি ভুল

১. সফলতা পাবার প্রথম চাবিকাঠি হলো সঠিক পরিকল্পনা। আর যার সঠিক কোনো পরিকল্পনা নেই সে কোনো দিন সফল হতে পারেন না। সঠিক পরিকল্পনা করে , সেই অনুযায়ী নিয়মিত সততার সাথে পরিশ্রম করে যেতে হবে।

২. সফলতা পাবার দ্বিতীয় চাবিকাঠি হলো অলসতা দূর করা। অলসতা মানুষের কর্মে বাধা এনে দেয় ও কর্মে দেরি করার। ফলে সঠিক সময়ে কর্ম করে ওঠা হয়না। যে কোনো ব্যাক্তিকে চাকরি বা ব্যবসা ক্ষেত্রে অলসতা এড়িয়ে চলা উচিত। অলসতা যে কোনো কাজে বাঁধা সৃষ্টি করে। অথাৎ অলসতাকে কখনোই প্রাধান্য পেতে দেবেন না।

৩. সফলতা পাবার তৃতীয় চাবিকাঠি হলো শৃঙ্খলা। পন্ডিত চাণক্যের মতে মানুষ সফল তখনই হতে পারে যখন সে শৃঙ্খলা অনুসরণ করে কাজ করে। চাকরি হোক বা ব্যবসা দুই ক্ষেত্রেই সফলতার জন্য শৃঙ্খলা খুবই জরুরি।

যারা শৃঙ্খলার সাথে সময় মতো তাদের কাজ শেষ করেন তারাই জীবনে সফলতা পান। চাণক্য জীবনে সফলতা পাবার পর , সে সফলতাকে আরো বড় করার জন্য কি করতে হয় তা বলে গেছেন।

তিনি জানিয়েছেন বড় কাজ করার জন্য সঙ্গীর প্রয়োজন হয়। সঙ্গী ছাড়া কোনো বড় কাজ করা যায় না। তাই সর্বদা সঠিক সঙ্গী নিয়ে কাজ করুন এবং সঙ্গীদের উৎসাহিত করুন।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- চানক্য নীতি : মানুষের সাফল্য তার ব্যার্থতার মধ্যেই নিহিত

Bangla news dunia Desk

মন্তব্য করুন