চানক্য নীতি : যুবকদের যদি এই অভ্যাস থাকে তবে ভবিষৎ হবে অন্ধকার

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্যকে ভারতের তথা সারা বিশ্বের অন্যতম বিজ্ঞ পন্ডিত বলে মনে করা হয়। তার বলে যাওয়া বাণী চাণক্য নীতি নামে পরিচিত। অনেক মানুষ আছেন যারা তাদের জীবনে চাণক্য নীতি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেন।  কারণ পন্ডিত চাণক্য মানুষের জীবনের প্রতি যেই দৃষ্টি ভঙ্গি রেখেছেন তা আজও প্রাসঙ্গিক।

আচার্য চাণক্যের মতে , যুব সমাজ কোনো জাতির প্রধান শক্তি। যে জাতির যুব সমাজ সচেতন , শিক্ষিত  ও দক্ষ সেই সমাজ সর্বদা অগ্রগতি লাভ করে। এই কারণের যুব সমাজকে যুব শক্তি বলা হয়। পন্ডিত যুব সমাজকে নির্দিষ্ট কিছু অভ্যাস থেকে দূরে থাকতে বলেছেন। চলুন পন্ডিত চাণক্য যুব সমাজকে কি অভ্যাস থেকে দূরে থাকতে বলেছেন।

আরো পড়ুন :- চানক্য নীতি : ব্যবসা ও চাকরির ক্ষেত্রে সফলতার জন্য ৩ টি প্রধান চাবিকাঠি

১. পন্ডিত চাণক্যের মতে , যুব সমাজকে বিলাসিতা করা থেকে দূরে থাকা উচিত। তারুণ্যে যদি এই অভ্যাস গুলো ত্যাগ করা যায় তবে সাফল্য অর্জন করা সম্বভ।

২. পন্ডিত চাণক্যের মতে , যুব সমাজকে নেশা থেকে দূরে থাকা উচিত। শুধু মদের নেশা নয় সমস্ত প্রকার নেশা থেকে দূরে থাকা উচিত যুব সমাজকে। কারণ যুব সমাজ যৌবনে সমৃদ্ধ , তাই খুবই সতর্ক থাকা উচিত।

৩. পন্ডিত চাণক্যের মতে , যুব সমাজকে অহংকার থেকে দূরে থাকা উচিত। কোনো মানুষের জীবনে অহংকার বিষের মতো কাজ করে , তা আসতে আসতে তার প্রভাব বিস্তার করে। চাণক্য বলেছেন , যুব সমাজকে জ্ঞানের সাধনায় মগ্ন থাকা উচিত। ফলেই পরবর্তী বয়সে সফলতা পাওয়া যাবে।

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- চানক্য নীতি : মানুষের সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় এই ৫টি ভুল

Bangla news dunia Desk

মন্তব্য করুন