Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- বাড়িতে বিভিন্ন কারণে পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে। এর পিছনে পারিবারিক সমস্যা ও আর্থিক সমস্যা থাকতে পারে। বাড়ির এই অশান্তির ফলে কর্মক্ষেত্রে অশান্তি , ব্যবসায় বাঁধা , বিবাহ বিচ্ছেদ , মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়া এই সকল সমস্যা দেখা দেয়। পারিবারিক অশান্তির পিছনে বাস্তুর বিশেষ প্রভাব থেকে থাকে। আপনার বাস্তুতে যদি অশুভ শক্তি থেকে থাকে তবে নজরে রাখুন এই বিষয় গুলি। যে আপনার শোবার ঘরে এই ৬ টি জিনিস নেইতো –
কি কি জিনিস শোবার ঘরে রাখলে অশুভ শক্তি বৃদ্ধি পায় চলুন দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :– এই নববর্ষে এই রাশি গুলির ব্যাপক অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।
১. বাড়ির শোবার ঘর গুলিতে কখনোই কাঁটা জাতীয় কোনো গাছ রাখবেন না। এর ফলে পরিবারের মানুষের মধ্যে তার প্রভাব পরে। ফলে পরিবারের সদস্যদের মধ্যে সবসময় একটা চিন্তারভাব দেখতে পাওয়া যায়।
২. বাড়ির শোবার ঘরে কখনোই তাজমহলের ছবি বা রেপলিকা বা মডেল রাখা উচিত নয়। তাজমহল দেখতে অবশই খুব সুন্দর , কিন্তু তাজমহল একটি কবরস্থান ও বটে।
৩. শোবার ঘরে কোনো অচল ঘড়ি রাখবে না। কারণ এটা পরিবারের উপর কুপ্রভাব ফেলে। এর ফলে আর্থিক ক্ষতির সমুখীন হতে হয়।
৪. সবার ঘরে জলের মডেলের কোনো জিনিস রাখা উচিত নয়। এতে পরিবার আর্থিক ক্ষতির সমুখীন হতে পারে। ফলে শোবার ঘরে এই জাতীয় কোনো জিনিস থাকলে তা সরিয়ে ফেলুন।
৫. শোবার ঘরে ব্যাঙের কোনো ছবি বা পুতুল রাখবেন না। এতে ঋণে জর্জরিত হবার সম্বাভনা থাকে ও জীবনের উন্নতি একটা জাগায় সীমাবদ্ধ হবার সম্বাভনা থাকে।
৬. শোবার ঘরে মহাভারত বা কুরুক্ষেত্রের যুদ্ধের ছবি রাখেন না। এতে দাম্পত্য অশান্তি বৃদ্ধি পেতে পারে। ডাইনিং রুমে রাখতে পারেন।
আরো পড়ুন :- জানুন , বাংলা নববর্ষে কোন রাশির জন্য কোন রত্ন হবে শুভ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)