Bangla News Dunia, দীনেশ দেব :- পন্ডিত চাণক্য মনে করতেন কোনো মানুষকে কোনো কাজ শুরু করার আগে নির্দিষ্ট কিছু বিষয়ে যত্ন নেওয়া উচিত। পন্ডিত চাণক্যের মতে , কোনো ব্যাক্তির আকাঙ্খা ও লক্ষটি নতুন কাজ দ্বারা নির্ধারিত হয়। তিনি বলেছেন কোনো ব্যাক্তি যখন কোনো নতুন ব্যবসা বা নতুন কাজ শুরু করেন , তখন তাকে ওই কাজ খুবই গুরুত্ব সহকারে করা উচিত। চলুন দেখে নেওয়া যাক পন্ডিত চাণক্যের মতে সাফল্যের পাওয়ার ক্ষেত্রে মূল চাবিকাঠি গুলি কি কি –
আরো পড়ুন :- চানক্য নীতি : যুবকদের যদি এই অভ্যাস থাকে তবে ভবিষৎ হবে অন্ধকার
১. পরিকল্পনা : – পন্ডিত চাণক্যের মতে , মানুষ যখন কোনো ব্যবসা বা কাজ শুরু করে তখন তাকে ওই কাজের ব্যাপারে একটা পরিষ্কার পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সফলতা খুব সহজেই পাওয়া যায়। পরিকল্পনা না করে কাজ শুরু করলে বিভিন্ন বাঁধার সমুখীন হতে হয়। ফলে আগে গিয়ে সঠিক পরিকল্পনার এভাবে সমস্ত কাজ ভেস্তে যায়।
২. পরিকল্পনা গোপন রাখা :- চাণক্যের মতে , কোনো বড় কাজের পরিকল্পনা শেষ না হওয়া পর্যন্ত নিজের মধ্যেই রাখুন। আপনার শত্রু যারা আপনার এই পরিকল্পনা জানবে তারা আপনার কাজে ব্যাঘাত ঘটাবে। এমনকি আপনার পরিকল্পনা চুরি ও করতে পারে। তাই নিজের পরিকল্পনা সর্বদা গোপন রাখা উচিত।
৩. গোষ্ঠী গঠন :- চাণক্যের মতে , কোনো বড় কাজ একার দ্বারা হয় না। কোনো বড় কিছু করতে গেলে গোষ্ঠী গঠন করে কাজ করতে হয়। আপনি একা কত কাজ। করবেন। আপনার কাজে আপনার একটি বিশস্ত দল বা গোষ্ঠী থাকা প্রয়োজন।
৪. সম্পদের সঠিক ব্যবহার :- চাণক্যের মতে , কোনো কাজ শুরু করার আগে ওই কাজে ব্যবহৃত সম্পদের সঠিক ব্যবহারের বর্ণনা আপনার করে নেওয়া উচিত। আপনি যদি সম্পদের সঠিক ব্যবহারের বর্ণনা না করেন তবে সম্পদের ঘাটতি দেখা দিতে পারে। অর্থ নষ্ট হতে পারে।
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
আরো পড়ুন :- চানক্য নীতি : ব্যবসা ও চাকরির ক্ষেত্রে সফলতার জন্য ৩ টি প্রধান চাবিকাঠি