Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- শিব অথাৎ দেবাদিদেব মহাদেব। প্রায় সকল হিন্দুই এই মহাদেবের পুজো করে থাকেন। ভগবান শ্রী কৃষ্ণের পর যদি সবচেয়ে বেশি কোনো দেবতার পুজো হয় তিনি হলেন দেবাদিদেব মহাদেব। তিনি আবার লিঙ্গ রূপেও পূজিত হন তবে শিবলিঙ্গ পুজোর আগে এই কয়েকটি জিনিস আপনার জেনে রাখা উচিত যে ,শিবলিঙ্গে এই জিনিস গুলো অর্পণ করতে নেই। তাতে অমঙ্গল হতে পারে। চলুন জেনে নেওয়া যাক জিনিস গুলি কি কি –
আরো পড়ুন :- সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে এই রত্ন , জানুন এর বিশেষত্ব
১. তিল :- বিশ্বাস করা হয়েছে তিল ভগবান বিষ্ণুর ঘাড় থেকে উদ্ভুত হয়েছে। ফলে তিল শিবলিঙ্গে অর্পণ করা হয় না।
২. সিঁদুর :- ভগবান শিবকে লাল অথবা হলুদ সিঁদুর অর্পণ করা অমঙ্গলজনক বলে বিবেচিত হয়।
৩. তুলসী :- হিন্দু শাস্ত্রে তুলসীর মাহাত্য থাকলেও মহাদেবকে তুলসী পাতা অর্পণ করা নিষিদ্ব।
৪. কেতকী ফুল :- শিবের উপাসনায় কেতকী ফুল অর্পণ করা নিষিদ্ব বলে মনে করা হয়। তিনি নিখুঁত বেলপাতায় সন্তুষ্ট।
৫. গোটা নারকেল :- শিব পুজোয় গোটা নারকেল দেওয়া হয়না , কারণ গোটা নারকেল দেবী লক্ষীর প্রতীক রূপে বিবেচিত হয়। দেবী লক্ষী বিষ্ণুর সাথে সম্পর্কিত তাই শিবলিঙ্গে গোটা নারকেল অর্পণ করা হয় না।
৬. ভাঙা চাল :- ভাঙা চাল শিবকে অর্পণ করা হয়না , কারণ মনে করা হয় ভাঙা চাল অসম্পূর্ণ।
৭. শঙ্খ :- শিবের পুজোয় শঙ্খ ব্যবহার করা হয় না। তাই শিবের পুজোর শঙ্খ ব্যবহার করবেন না।
আরো পড়ুন :- প্রতিদিন বাড়ছে পারিবারিক অশান্তি ? শোবার ঘরে এই জিনিস গুলো নেইতো
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)