Bangla News Dunia, Pallab : আমরা আলোচনা করি হস্তমৈথুন এবং তার ক্ষতিকর দিক নিয়ে !
হস্তমৈথুন একটি মানসিক সমস্যা। হস্তমৈথুন অনেক যৌন রোগের প্রধান কারন হয়ে দাঁড়ায়। নিচে হস্তমৈথুনের কয়েকটি ক্ষতিকর দিক তুলে ধরা হল:-
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !
১) লিঙ্গ ছোট হয়ে যায়।
২) অতিরিক্ত হস্তমৈথুন থেকে ধ্বজভঙ্গ হয়ে যায়।
৩) লিঙ্গ বামদিকে বাকা হয়ে যায়।
৪) লিঙ্গ পুরোপুরি শক্ত হয় না ।
৫) বীর্যের ঘনত্ব কমে যায়।
৬) লিঙ্গ চিকন হয়ে যায়।
৭) অনেকের লিঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন হয়ে যায়।
৮) লিঙ্গ নিস্তেজ হয়ে যায়।
৯) দ্রুত বীর্যপাত হয়ে যায়।
১০) বীর্যের পরিমান কমে যায়।
১১) নানা রকম মানসিক সমস্যা দেখা দেয়। ও
১২) দৃষ্টিশক্তি,স্মৃতিশক্তি ব্যাপক লোপ পায়।
যারা হস্তমৈথুন করেন তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে এই বদ অভ্যাসটা পরিত্যাগ করুন। সুতরাং এই পাপকর্ম থেকে তাওবা করে বিরত থাকুন। আর যাদের হস্তমৈথুন করে যৌন সমস্যা দেখা দিয়েছে তাঁরা অতি দ্রুত সুচিকিত্সা নিন ।