এই সপ্তায় এই ৪ রাশির শুভ যোগ রয়েছে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- এই সপ্তায় এই ৪ রাশির শুভ যোগ রয়েছে। তবে নিম্মে এই চার রাশির সার্বিক যোগ নিয়েই আলোচনা করা হলো।

১. বৃষ রাশি :- বাড়িতে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই সপ্তায় আঘাত লাগার আশঙ্কা রয়েছে সাবধান হন। যারা অভিনয়ের সাথে যুক্ত তাদের জন্য ভালো সময়। এই সপ্তায় অচেনা কোনো মানুষকে সাহায্য করতে হতে পারে। এই সপ্তায় আত্মসংযমী হতে না পারলে অসুবিধায় পড়তে পারেন। দাঁতের ব্যাথা দেখা দিতে পারে। ব্যাবসায় উন্নতির যোগ রয়েছে।

আরো পড়ুন :- প্রতিদিন বাড়ছে পারিবারিক অশান্তি ? শোবার ঘরে এই জিনিস গুলো নেইতো

২. কন্যা রাশি :- ব্যাবসায় উন্নতি দেখা যাবে। তবে অপরিচিত কোনো মানুষের সাথে বিবাদ বাঁধতে পারে। পরিবারের লোকের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। বুঝে কথা বলুন। বাড়িতে ভাই বোনের অসুস্থতার জন্য মানসিক চাপ থাকবে। পুজো পাঠে মন বসতে পারে। কর্মে উন্নতির যোগ রয়েছে। সাংসারিক জীবনে সুখের সময়।

৩. ধনু রাশি :- নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। বন্ধুদের সাথে বাড়তি কথা না বলাই ভালো হবে। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে। উৎপাদন মূলক ব্যবসায় প্রচুর উন্নতির যোগ রয়েছে। যারা সরকারী চাকরি করেন তাদের জন্য সময়টা একটু খারাপ। সন্তানকে নিয়ে ডাক্তারের খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যাবসায় আর্থিক উন্নতি দেখতে পাবেন।

৪. কুম্ভ রাশি :- এই সপ্তাহটি এই রাশির জাতক – জাতিকাদের জন্য খুবই শুভ। বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখ থাকবে। এই সপ্তায় নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে এই সপ্তায় অসুস্থতায় ভুগতে পারেন। ব্যবসায় নজর দিলে প্রচুর আর্থিক উন্নতি হতে পারে। এই সপ্তায় আপনার কোনো ভালো কাজের জন্য আত্বিয়ের মধ্যে গৌরভ বৃদ্ধি পাবে।

আরো পড়ুন :- সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে এই রত্ন , জানুন এর বিশেষত্ব

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য 

কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ ,  শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা ,  কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ

ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন