চেনাই যাচ্ছে না! সোশ্যালে ভাইরাল বিপাশার এই ভিডিও

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিপাশা বসুর নাম শোনার পর যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হল বোল্ড, স্লিম-ট্রিম ও আবেদনময়ী এক নায়িকা। একসময় বলিউডে তিনি বোল্ড অভিনেত্রী বলেই পরিচিত ছিলেন। তাঁর টোল পড়া হাসি ও মেদহীন কোমর অনেক পুরুষের রাতের ঘুম উড়িয়েছে। বড়পর্দাকে বহুদিন আগেই বিদায় জানিয়েছেন বং কন্যা বিপাশা। তবে মা হওয়া পর শরীরে এসেছে একাধিক বদল। কিন্তু ওজন কমানোর কোনও ইচ্ছেও দেখা যায়নি বিপাশার মধ্যে। বরং নিজের ভারী চেহারা নিয়েই স্বাচ্ছন্দ্য জিসম নায়িকা। সম্প্রতি রাস্তায় মেকআপ ছাড়া বিপাশা ধরা পড়ে যান পাপারাৎজিদের ক্যামেরায়। আর তারপরই নেটপাড়ায় কটাক্ষ ছুটে এসেছে তাঁর দিকে।

আসলে মা হওয়ার পর বিপাশার পুরো মনোযোগ তাঁর মেয়ে দুর্গার দিকেই চলে গিয়েছে। আর প্রেগন্যান্সির পর মেয়েদের ওজন বাড়া খুবই স্বাভাবিক বিষয়। বিপাশার আগেও বহু অভিনেত্রীর ওজন বেড়েছে মা হওয়ার পর। আর সেরকমটাই হয়েছে বিপাশার জন্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিপাশার ওজন বেশ খানিকটা বেড়ে গিয়েছে। অভিনেত্রী পরেছিলেন নীল রঙের টি-শার্ট আর প্যান্ট। ভিডিওতে বিপাশাকে এই চেহারায় দেখে ট্রোলাররা ট্রোল করতে শুরু করেন।

ভাইরাল ভিডিওতে বিনা মেকআপ ও ক্যাজুয়াল লুকসে দেখা যায় বিপাশাকে। মুখে ডবল চিন দেখা গিয়েছে, ওজনও বেড়েছে। সেই গ্ল্যাম লুকস আর নেই তাঁর। পাপারাৎজিদের দেখেই বিপাশা আরে ইয়ার বলে গাড়িতে তড়িঘড়ি উঠে পড়েন। বিপাশার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচকদের নিশানায় অভিনেত্রী। একই ভাবে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার পরে ঐশ্বর্যা রাই বচ্চনকেও চেহারার গড়ন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে এটা কি আদৌও বিপাশার ছবি নাকি কোনও কারসাজি করে বানানো হয়েছে তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবিতে শেষ কাজ করেছিলেন বিপাশা। তবে ছবিটি তেমনভাবে সাফল্য পায়নি। আক্ষরিক অর্থে ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবিতেই কাজ করে শেষ সফলতা অর্জন করেছিলেন অভিনেত্রী। বর্তমানে একমাত্র মেয়ে এবং স্বামীকে নিয়েই সময় কাটছে তাঁর।

আরও পড়ুন:- জাল ওষুধের রমরমা ঠেকাতে ওষুধ বিক্রেতা এবং হোলসেলারদের জন্য নির্দেশিকা জারি। জানুন বিস্তারিত

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন