ঘুম না পেলেও ঘন ঘন হাই তুলছেন? কীসের ইঙ্গিত জানেন?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্বাভাবিক মনে হলেও ঘুম না পেলেও ঘন ঘন হাই তোলার পিছনে বড় কারণ থাকতে পারে। জানেন কি সেটা?

কোনও শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে এটি। হার্টের রোগ থেকে শুরু করে মানসিক রোগের উপসর্গ হিসেবেও দেখা হয় এটিকে।

হাই তোলা খুব স্বাভাবিক বিষয় হলেও কয়েক সেকেন্ডের হাইয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা শারীরবৃত্তীয় কার্যকলাপ।

সাধারণত ঘুম পাওয়া অথবা একঘেয়ে লাগার সঙ্গে হাই তোলাকে গুলিকে ফেলেন অধিকাংশ মানুষই। মস্ত এক হাইয়ের সঙ্গে সঙ্গে শরীরে অনেকখানি বাতাস প্রবেশ করে। আর তার ফলে অক্সিজেন পৌঁছে যায় মস্তিষ্কে।

বিশেষজ্ঞ চিকিৎসক জানাচ্ছেন, ঘন ঘন হাই তোলার বিভিন্ন কারণ থাকতে পারে। ক্লান্তি বা ঘুমের অভাব থেকে শুরু করে স্নায়ুর রোগের ইঙ্গিত হতে পারে ঘন ঘন হাই তোলা।

যদি ঘন ঘন হাই ওঠে, তবে তা জটিল রোগের লক্ষণ হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ দেওয়া উচিত।

অতিরিক্ত হাই তোলা মস্তিষ্কের টিউমারের ইঙ্গিত হতে পারে বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। স্লিপ অ্যাপনিয়া বা ফুসফুসের সমস্যা থাকলেও ঘন ঘন হাই উঠতে পারে।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে মাটির নিচে বিপুল খনিজ তেল ও গ্যাস, খনন শুরু করছে ONGC

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন