সেলফি দেখে রোগ যাচাই করবে এই AI টুল, কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

বয়স কীসে হয়?

উত্তরটা খুব সহজ, বছরে! একদম ঠিক।

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যদিও বিজ্ঞানের পরিভাষায় বয়স বছর অর্থাৎ ক্রোনোলজিকাল এজের মাপকাঠি সময়। কিন্তু আরও একটা মাপকাঠি আছে বয়স মাপার, সেটি হলো বায়োলজিক্যাল এজ। এই মাপকাঠি করেন ডাক্তাররা। এখন এই কাজটাই করবে এআই।

সেটাও একটা সেলফি থেকে। শুনতে অবাক করার মতো লাগলেও এটাই সত্যিই, ফেসএজ নামে একটা এআই টুল এই কাজটা করবে। একটা সেলফি বিশ্লেষণ করে বলে দেবে সংশ্লিষ্ট মানুষটির বয়স আনুমানিক কত এবং তাঁর রোগবালাইয়ের বহরটাই বা কতটা।

এই রোগ নির্ণয় করার পদ্ধতি থেকেই বলে দেবে ব্যক্তিটির বায়োলজিক্যাল এজ ঠিক কতটা।

এই এআই মডেল মূলত ডিপ লার্নিং আলগরিদম মেনে চলে। এর মূল চালিকাশক্তি হলো বহু বহু ছবি বিশ্লেষণ করে বলে দেওয়া, কী সমস্যা রয়েছে সেলফিটির মধ্যে। আর এই মডেলটির কাজ করার মূল ভিত্তিটা হলো the eyeball test।

কী এই বিষয়টা। ডাক্তারের চেম্বারে যাওয়ার পরই তিনি রোগীকে দেখে মোটের উপর বলে দিতে পারেন, তাঁর কী সমস্যা। এটাকেই বলে ডাক্তারের ক্লিনিক্যাল আই। এই ক্লিনিক্যাল আই ব্যবহার করেই যে কোনও ডাক্তারই রোগীর রোগ খোঁজেন। তিনি প্রাথমিক ভাবে যেটা দেখতে পান, সেটা হলো রোগীর মুখ। সেটা দেখেই তিনি বুঝে যান অনেক কিছু।

ফেসএজ এই কাজটাই করছে। আমেরিকার বস্টন এর একটি স্বাস্থ্য সংস্থা এই মডেলটি তৈরি করেছে। এই সংস্থা সাফ জানিয়েছে, এই মডেলের কাজ কোনও ভাবেই ডাক্তারের ক্লিনিক্যাল আইকে চ্যালেঞ্জ করা নয়। বরং তিনি যেটা ভাবছেন, সেই ভাবনাটাকে আরও পোক্ত করা। এবং তার ভিত্তিতে চিকিৎসা শুরু করা।

মে মাসে এই সংক্রান্ত রিসার্চ পেপারটি প্রকাশিত হয়েছে ল্যানসেট ডিজিটাল হেলথ এ। ইতিমধ্যেই এর পাইলট স্টাডি শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি এই মডেল চালু করা হবে বিশ্বের নানা দেশের হাসপাতালে। নিয়মিত এই মডেলের সাহায্য নেবেন ডাক্তাররা।

এই মডেলের উদ্ভাবকদের দাবি, ক্যানসার চিকিৎসায় খুব ভালো কাজ করবে এই মডেল। ইতিমধ্যেই বিভিন্ন দেশের বেশ কিছু ক্যানসার রোগীর উপর প্রয়োগ হয়েছে এই মডেল। তার ভিত্তিতে শুরু হয়েছে তাঁদের চিকিৎসা।

তাই সব মিলিয়ে বলা যায়, চেম্বারে যাওয়ার পরে ডাক্তারবাবু যে ভাবে রোগীকে দেখে রোগ নির্ণয় ও নিরাময় করেন, সেই কাজটাই হবে কৃত্রিম বুদ্ধিমত্তায়। সে ক্ষেত্রে কোনও ভাবেই ডাক্তারের কৃতিত্ব খাটো হবে না, বরং তিনি ক্রস চেক করে নিতে পারবেন, যেটা ভাবছেন, ঠিক ভাবছেন কি না। ফলে ডাক্তারদের সুবিধাই করছে এআই। নিঃসন্দেহে বলা যায় এ কথা।

আরও পড়ুন:- টানা ৩ দিন নিম্নচাপের বৃষ্টি এই জেলাগুলিতে। দেখে নিন, আপনার জেলা আছে কিনা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন