Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- রত্ন নাম টার মধ্যেই উন্নতি , সাফল্য , যশ , খ্যাতি ইত্যাদি লুকিয়ে রয়েছে। এর জন্য কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে ও সকলের মুখ উজ্জ্বল করার মতো কাজ করে তবে সেই মানুষকে সকলে রত্নের সাথে তুলনা করে থাকে। অনেকে তো আবার বলে থাকে ” ও একটা রত্ন “. প্রাচীন কাল থেকেই রীতি মেনে রত্নের ব্যবহার চলে আসছে।
আর রত্ন ধারণে মানুষের জীবনে পরিবর্তন ও দেখতে পাওয়া যায়। তবে যারা সঠিক নিয়ম মেনে এই রত্ন ধারণ করে ও ধারণ করার পরে যদি কোনো নিয়ম পালন করতে হয় তা সঠিক ভাবে পালন করেন , তবেই রত্নের সঠিক গুন পেয়ে থাকেন। চলুন দেখে নেওয়া যাক রত্ন ধারণ করতে চাইলে , জন্ম মাস অনুযায়ী কোন রত্ন আপনার জন্য সঠিক হতে পারে।
আরো পড়ুন :- এই সপ্তায় এই ৪ রাশির শুভ যোগ রয়েছে
১. জানুয়ারি মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা গার্নেট বা তামড়ি ধারণ করতে পারেন। এতে মনের সকল ভয় ও দুশ্চিন্তা দূর হয়।
২. ফেব্রুয়ারি মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা এমেথিস্ট বা নীলা ধারণ করতে পারেন। এরা আবেগ প্রবন হয়ে থাকেন ফলে এদের জীবনে ব্যালান্স নিয়ে আসে নীলা।
৩. মার্চ মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা নীলা পান্না ধারণ করতে পারেন। এতে শরীর সুস্থ থাকে ও বিপদ আপনার থেকে দূরে থাকবে।
৪. এপ্রিল মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা হীরে ধারণ করতে পারেন। হীরে যেমন অশুভ শক্তি দূর করে তেমন ভালোবাসা ও বৃদ্ধি করে।
৫. মে মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা সবুজ পান্না ধারণ করতে পারেন। পান্না মানুষের অসুখ থেকে মুক্তি দিতে সবচেয়ে বেশি কার্যকর। গ্রহের দোষে যেই সকল রোগ দেখা দেয় তার জন্য সবুজ পান্না খুবই উপকারী।
৬. জুন মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা মুক্তো ধারণ করতে পারেন। মুক্তো ধারণে মন শান্ত থাকে।
৭. জুলাই মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা চুনী ধারণ করতে পারেন। এই রত্ন দুঃখ দুর্দশা দূর করতে ও ভালোবাসা আনতে খুবই কার্যকর।
আরো পড়ুন :- সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে এই রত্ন , জানুন এর বিশেষত্ব
৮. অগাস্ট মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা সবুজ পেরিডট ধারণ করতে পারেন। মানষিক অবসাদ থেকে মুক্তি দেয়।
৯. সেপ্টেম্বর মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা নীলা ধারণ করতে পারেন। এতে বড় কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়।
১০. অক্টোবর :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা উপল বা ওপল ধারণ করতে পারেন। এতে মন শান্ত থাকে ও দৃষ্টিশক্তি বৃদ্ধি ঘটে।
১১. নভেম্বর মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা টোপাজ ধারণ করতে পারেন। এই রত্ন আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।
১২. ডিসেম্বর মাস :- এই মাসে জন্মানো ব্যাক্তিরা ফিরোজা ধারণ করতে পারেন। এতে সমস্ত প্রকার কুনজর থেকে মুক্তি পাবেন।
এছাড়া এই সকল রত্ন আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। যা ধারণের ফলে জীবনের পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন।
আরো পড়ুন :- প্রতিদিন বাড়ছে পারিবারিক অশান্তি ? শোবার ঘরে এই জিনিস গুলো নেইতো
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)