লিভার ক্যান্সারে আক্রান্ত হবার লক্ষণগুলো কি ? জেনে রাখা ভাল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘সসুরাল সিমর কা’-তে সিমরের চরিত্রে জনপ্রিয় দীপিকা কাকর স্টেজ-২ লিভার ক্যান্সারে আক্রান্ত।

জানেন লিভার ক্যান্সার কতটা গুরুতর? কেন এই রোগ হয়? কী এর লক্ষণ?

লিভারে খারাপ কোষ তৈরি হতে শুরু করলেই ক্যান্সার হয়। সঠিক ভাবে কাজ করে না লিভার। সময় মতো চিকিৎসা না হলে ক্যান্সার শরীরের অন্য অংশেও ছড়াতে পারে।

হেপাটাইটিস বি কিংবা সি ভাইরাসের উপস্থিতি লিভারের দীর্ঘ সময় ধরে ক্ষতি করে। 

ফ্যাটি লিভার, অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি করে। বাড়ে ক্যান্সারের ঝুঁকি। অস্বাস্থ্যকর খাবার, এক্সারসাইজ না করাও লিভারে প্রভাব ফেলে। প্রথম স্টেজে উপসর্গ ধরা পড়ে না। তবে লিভার কাজ না করলে ধীরে ধীরে প্রস্রাব গাঢ় হলুদ হতে থাকে।

ক্লান্তি ভাবও লিভার ক্যান্সারের লক্ষণ। লিভারে পিত্ত জমা হলে খিদে চলে যায়। ওজন কমতে থাকে।

বারবার জ্বর আসাও লিভারের ক্যান্সারের দিকে ইঙ্গিত করে। পেটের ডান দিকটা শক্ত মনে হয় অনেকের। যা লিভার টিউমারের লক্ষণ।

ঘন ঘন বমি, পেটের উপর দিকে ব্যথাও লিভার ক্যান্সারের উপসর্গ। চোখ, ত্বকে হলুদ ছাপ লিভার খাবার হওয়ার লক্ষণ।

আরও পড়ুন:- SSC-র গ্রুপ সি ও ডি-র চাকরিহারাদের কী ব্যবস্থা হবে? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন