Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বছক কয়েক আগের ঘটনা। ২৪ বছরের পিন্টু কলেজের পড়াশোনা শেষ করেছেন। কিন্তু অনেক খোঁজাখুজির পরেও মনের মতো একটা চাকরি জোটাতে পারেননি ২৪ বছরের পিন্টু। বাবার রিটায়ারমেন্টের টাকায় বাড়ির কাছেই ছোট ব্যবসা খোলার পরিকল্পনা করছেন তিনি।
৪০ বছরের সামাদ গত কয়েক বছরের প্রচেষ্টায় কাচের চুড়ির ব্যবসাটা ভালোই দাঁড় করিয়েছেন। কিন্তু এখন তিনি নিজেই কাচের চুড়ি বানাতে চাইছেন। নিজেই উৎপাদন করে নিজের ব্যবসা বাড়ানোর চিন্তা করছেন।
কলকাতার এক শিল্পপতি বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় বড় কারখানা তৈরির পরিকল্পনা করেছেন। এর জন্য ব্যাঙ্ক থেকে ঋণও নিতে চান তিনি।