Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জ্যোতিষশাস্ত্রে শনি ও গুরুর চাল খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যখনই এই দুই গ্রহ নিজর অবস্থান বদলায় তখন তার সরাসরি প্রভাব মানুষের ওপর পড়তে দেখা যায়। আসলে ১৩ জুলাই শনি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে আর ১৪ জুলাই গুরু মিথুন রাশিতে উদিত হবে। জুলাইতে হওয়া এই সংযোগ ৫০০ বছর পর তৈরি হতে চলেছে। তবে এই সংযোগ কিছু রাশির জন্য মোটেও ভাল নয়। আসুন দেখে নিই জুলাইতে কাদের সতর্ক থাকতে হবে।
বৃষ রাশি
শনির বক্রী ও গুরুর উদয় হওয়ায় বৃষ রাশির জাতকদের নেতিবাচক সময় শুরু হবে। বিনিয়োগে লোকসান হবে। খরচ বাড়বে। কর্মক্ষেত্রে মতভেদ তৈরি হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের ওপর খারাপ প্রভাব পড়বে। অচেনা মানুষদের থেকে সাবধানে থাকুন। এই সময় কোনও নতুন কাজ শুরু করবেন না। নয়তো আর্থিক সমস্যা শুরু হয়ে যাবে।
কর্কট রাশি
কর্কট রাশির ব্যবসায় সমস্যা বাড়বে। ব্যবসায়ীদের জন্য এই সময় ভাল নয়। অর্থের লোকসান হতে পারে। বৈবাহিক জীবন প্রাভাবিত হতে পারে।
বৃশ্চিক রাশি
এই সময় তাড়াহুড়োতে করা সিদ্ধান্ত আপনার সমস্যা বাড়াতে পারে। অপ্রয়োজনীয় খরচ হতে বাঁচুন। অতিরিক্ত খরচ আপনার বাড়ির বাজেট বিগড়াতে পারে। চাকরি ও ব্যবসায় সমস্যা বাড়তে পারে।
মকর রাশি
মকর রাশির জাতকদের স্বাস্থ্য ভাল থাকবেনা। কাজে নেতিবাচকতার সম্মুখীন হতে হবে। অশান্তি-ঝগড়া থেকে বিরত থাকুন। এই সময় ভেবে চিন্তে কথা বলুন।
(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। বাংলা নিউস দুনিয়া এটি নিশ্চিত করে না।)
আরও পড়ুন:- ১ জুন থেকে এই ফোনগুলিতে কাজ করবে না WhatsApp, আপনার ফোন নেই তো?