Bangla News Dunia, Pallab : দুপুরের মেনুতে ক্লাসিক জামাইষষ্ঠীর থালি ঠিক কেমন হতে পারে আসুন দেখে নেওয়া যাক, যা দেখলে জামাইও আর লোভও সামলাতে পারবেন না।
আরও পড়ুন : 500 ও 200 টাকার নোট নিয়ে বড় ঘোষণা করলো RBI, জানা জরুরি
১) গন্ধরাজ লেবুর সরবৎ
২) দেরাদুন চালের ভাত
৩) স্যালাড
৪) সোনা মুগ ডাল
৫) পাঁচ পদের ভাজা
৬) তপসে মাছ ভাজা অথবা ফিসফ্রাই
৭) ভেটকি পাতুড়ি
৮) বাসন্তী পোলাও
৯) গলদা চিংড়ির মালাইকারি
১০) কচি পাঁঠার ঝোল
১১) চাঁটনি
১২) পাঁপড়
১৩) মিষ্টি দই
১৪) মিষ্টি
বর্তমান সময়ে এই মেনুর সঙ্গে যুক্ত হয়েছে আইসক্রিম। তবে আজকের যুগে এইসব কিছু না করে শাশুড়িরা জামাইয়ের পছন্দকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই প্রায়শই দেখা যায়, পঞ্চব্যাঞ্জনের বদলে জামাইয়ের পছন্দের মটন বিরিয়ানি আর চিকেন চাপ দিয়েই সেরে ফেলা হচ্ছে মধ্যাহ্নের ভুরিভোজ। মাছ ও মাংসের রেজালাও এই গরমে বেশ আরাম দেয়। গরমে দই দিয়ে তৈরি করা এই পদগুলি আজকের ছিমছাম জামাইদের জন্য বেশ ভালো।