Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- ভগবান হনূমান কে আমরা বজরংবলী বলে জানি। তিনি ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। পবন দেবের আশীর্বাদে অঞ্জনী পুত্র হনূমান চৈত্র মাসের শুক্লাপক্ষে চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করেন। ফলে প্রতিবছর এই তিথিতে হনূমান জয়ন্তী উদযাপিত হয়। আর আই বছর অথাৎ ২০২১ সালে ২৭ এপ্রিল মঙ্গলবার এই তিথি পড়েছে। এই হনূমান জয়ন্তীর দিন বিধি অনুসারে ভগবান হনুমানের উপাসনা করলে তার আশীর্বাদ পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে সঙ্কটমোচন হনুমানের আশীর্বাদ লাভ সমস্ত প্রকাশ সংকট দূর হয় ও মনের সকল প্রকারের ইচ্ছে পূরণ হয়।
আরো পড়ুন :- জানুন শরীরের কোথায় তিল থাকলে মানুষের চরিত্র কেমন হয়
এই বছর ২০২১ সালে হনূমান জয়ন্তীর দিনে এক বিশেষ যোগ গঠিত হয়েছে। এই দিন তৈরি হচ্ছে সিদ্ধি যোগ ও ব্যাতীপীঠ যোগ। এই হনূমান জয়ন্তীর দিন ৮ টা বেজে ৩ মিনিটে সিদ্ধি যোগ হবে। শাস্ত্র মতে , মনে করা হয় এই সময় ভগবান হনুমানের পুজো করা সবচেয়ে ভালো। এই দিন ভগবান হনুমানের উপাসনা করার মাধ্যমে ভয় , গ্রহের দোষ , বিভিন্ন সংকট ও ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া জীবনের উন্নতি প্রদান করে থাকেন হনূমান জি।
এই দিন সন্ধ্যা বেলায় হনূমান মন্দিরে গিয়ে প্রদীপ বা মোমবাতি ও সাথে ধূপকাঠি জালান। এই দিন হনূমান চালিশা পাঠা করুন। এই দিন ভগবান হনুমানকে পুজোতে লাডু প্রসাদ অর্পণ করুন এবং তা পরিবারের লোকেদের প্রসাদ হিসাবে দিন।
আরো পড়ুন :- জানুন কোন স্বপ্নগুলি দেখলে বুঝবেন জীবনে আসতে চলেছে শুভ সময়
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)