অবিশ্বাস্য! বাজারে এল টাটার সস্তা ইলেকট্রিক স্কুটার। দাম মাত্র 39,999 টাকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জনসাধারণের স্বার্থে সস্তার ইলেকট্রিক স্কুটার আনলো টাটা (TATA Electric Scooters). যে স্কুটারে আপনি পাচ্ছেন একাধিক উন্নত প্রযুক্তির সুবিধা। ২০০ কিমি রেঞ্জে আসা এই স্কুটারটি নামমাত্র দামে বিক্রি হচ্ছে বাজারে। বিশেষ করে যার দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। স্কুটারটির গতি ৬০ কিমি/ঘন্টা। এছাড়াও আছে অনেকগুলি আকর্ষণীয় ফিচার। আসুন আজকের প্রতিবেদন থেকে সেই বিষয়েই জেনে নেওয়া যাক।

TATA Electric Scooters Features

টাটা কোম্পানির তরফে লঞ্চ করা স্কুটারটিতে প্রায় সমস্ত আধুনিক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। গ্রাহক যাতে নির্ভরযোগ্য ও আরামদায়ক রাইড উপভোগ করতে পারেন তার জন্য কোনো কৃপণ্য করা হয়নি। দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার জন্য স্কুটারটি বেস্ট, একইসঙ্গে এই স্কুটারটি সুবিধাজনক ও হাইস্পিড ব্যাটারি ক্ষমতা সম্পন্ন। একে একে স্কুটারটির সব ফিচারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে আদর্শ স্কুটার!

টাটা ইলেকট্রিক স্কুটারে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এই স্কুটারটি ২০০ কিমি পর্যন্ত রেঞ্জ দিয়ে থাকে। স্কুটারটি একবার চার্জ দিয়ে নিলে সেটি দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার জন্য যথেষ্ট। স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে অতি উন্নতমানের লিথিয়াম-আয়ন ব্যাটারি। যেটি কিনা মাত্র ঘণ্টা দুইয়ের মধ্যেই সম্পূর্ণ চার্জ হয়ে যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই দৈনিক ব্যবহারে এটি অত্যন্ত সুবিধাজনক।

ইলেকট্রিক স্কুটারটির ক্ষমতা

TATA-র এই ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা রয়েছে ১৫০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন BLDC মোটর। যেটি কিনা স্কুটারটিকে দ্রুত গতিতে চালানোর জন্য সক্ষম। এই স্কুটারটি ছুটতে পারে ৬০ কিমি/ঘণ্টা গতিতে। এই স্কুটারটির শক্তিশালী মোটরটি আপনার রাইডিং এক্সপেরিয়েন্সকে করে আরও মসৃণ ও নির্ভরযোগ্য করে তোলে।

স্কুটারটির ফাস্ট চার্জিং ক্ষমতা

স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। এতে আপনি পাচ্ছেন ওভারহিটিং ও ওভারচার্জিং থেকে সুরক্ষার ব্যবস্থা। তাছাড়া এই স্কুটারটি IP67 রেটিং যুক্ত। অর্থাৎ আপনার স্কুটারে থাকছে ধুলো ও জলের প্রতিরোধ ক্ষমতা। ভারতীয় আবহাওয়ায় যেটি অত্যন্ত প্রয়োজনীয়।

স্কুটারটির অন্যান্য বৈশিষ্ট্য

টাটার নতুন ইলেকট্রিক স্কুটারে ব্যবহৃত হয়েছে উন্নতমানের সাসপেনশন সিস্টেম। এর সামনে থাকছে টেলিস্কোপিক আর পেছনে মনোশক সাসপেনশন। স্কুটারের দীর্ঘ যাত্রা আরামদায়ক হয়ে ওঠে যার জন্য। এছাড়াও আছে একাধিক স্মার্ট ফিচার, যেমন কি লেন্স স্টার্ট, রিমোট স্টার্ট ফিচার, লো ব্যাটারি ইন্ডিকেটর, USB চার্জিং পোর্ট, আন্ডারসিটে স্টোরেজ ব্যবস্থা যেখানে আপনারা জিনিস রাখতে পারবেন। এছাড়া এতে ব্যবহৃত হয়েছে পাঁচ ইঞ্চির ডিজিটাল TFT ডিসপ্লে এবং LED টেললাইট ও টার্ন সিগন্যালও।

টাটার স্কুটারটির দাম

টাটার স্কুটারটির দাম রাখা হয়েছে মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে। স্কুটারটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৯,৯৯৯ টাকা। বলা হচ্ছে যে, এটি এই মুহূর্তে বাজারে বিক্রিত হওয়া সবচেয়ে কম দামের স্কুটার।

উপসংহার

টাটা এই উদ্দেশ্য নিয়ে স্কুটারটি নির্মাণ করেছে যে এই স্কুটারটি শহর ও শহরতলির মধ্যবিত্ত সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও চাকুরিজীবীদের জন্য আদর্শ। ছোট ব্যবসায়ীরাও এটি ব্যবহার করতে পারবেন। আপনারা সরাসরি স্টোরে গিয়ে বা ওয়েবসাইট মারফত স্কুটারটি ক্রয় করতে পারবেন।

আরও পড়ুন:- আচমকাই অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতার , কেন ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন