দুর্ভিক্ষের মুখে গাজা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : প্রায় কোনও বাড়িই আস্ত নেই। খণ্ডহরে পরিণত হয়েছে অধিকাংশ মসজিদ। যে দিকে চোখ যায় সেই দিকই ধ্বংসস্তূপ। এর মাঝেই ইদের নমাজ পড়লেন গাাজ়াবাসী। কেনাকাটা, উপহার বিনিময় হয়নি কিছুই। কারণ একটাই। নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দামই আকাশ ছুঁয়েছে।

আরও পড়ুন : সদ্য খুলল স্কুল, আবার পড়বে গরমের ছুটি ? ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা দপ্তরের নতুন নোটিশ

দু’দিন আগেই গাজ়ার এক বাসিন্দার একটি পোস্ট ভাইরাল হয়। তাতে দেখা যায়, পার্লে জি বিস্কুট বিকোচ্ছে ২৪ ইউরোয়। মানে ২,৪০০ টাকা। ভারতে যার দাম ৫ টাকা। তবে শুধু পার্লে জি বিস্কুট নয়, রান্নার তেল, গুঁড়ো দুধ, চিনি, আটা কোনওকিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। প্যালেস্তেনীয়দের দাবি, এর পিছনে ইজ়রায়েলের হাত রয়েছে। পাল্টা ইজ়রায়েল বলছে, হামাসের কালোবাজারির জন্যই মূল্যবৃদ্ধি।

গাজ়ার বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বর্তমান দাম —

১ লিটার রান্নার তেল বিক্রি হচ্ছে ১৭০ শেকেলে (ইজরায়েলি মুদ্রা)। ভারতীয় মুদ্রায় প্রায় ৪,১৭৭ টাকা।

১ কেজি চিনির দাম ২০০ শেকেল। ভারতীয় মুদ্রায় ৪,৯১৪ টাকা।

১ কেজি গুঁড়ো দুধের দাম ৩৫ শেকেল। মানে ৮৬০ টাকা।

১ কেজি আটা বিক্রি হচ্ছে ৬০ শেকেলে। ভারতীয় মুদ্রায় ১,৪৭৪ টাকা।

১ কেজি নুনের দাম ২০ শেকেল। মানে প্রায় ৪৯১ টাকা।

১ কেজি ঢেঁড়স বিকোচ্ছে ৪৫ শেকেল। অর্থাৎ ১,১০৬ টাকায়।

১ কেজি হাঁসের মাংসের দাম দাঁড়িয়েছে ৩০ শেকেল। ভারতীয় মুদ্রায় ৭৩৭ টাকা।

১ কেজি টমেটো বিক্রি হচ্ছে ৪৫ শেকেলে। মানে প্রায় ১,১০৬ টাকা।

১ কেজি পেঁয়াজের দর শেকেল। ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৪২৩ টাকা।

১ কেজি আলু বিকোচ্ছে ৮০ শেকেলে। মানে প্রায় ১,৯৬৬ টাকা।

১ কেজি বেগুনের দাম দাঁড়িয়েছে ৩৫ শেকেল। মানে প্রায় ৮৬০ টাকা।

১ কেজি লেবুর দাম যাচ্ছে ৬০ শেকেল। ভারতীয় মুদ্রায় প্রায় ১,৪৭৪ টাকা।

১ কেজি ডালের দাম ৩৫ শেকেল। মানে প্রায় ৮৬০ টাকা।

১ কাপ কফি বিক্রি হচ্ছে ১৮০ শেকেলে। ভারতীয় মুদ্রায় ৪,৪২৩ টাকা।

১ বাক্স খাসির মাংসের দাম দাঁড়িয়েছে ২০০ শেকেল। মানে প্রায় ৪,৯১৪ টাকা।

আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন