গ্রহদের অবস্থান অদল-বদল, জুনের ২১ দিন সামলে থাকুন ৫ রাশি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জুনে মঙ্গল-কেতু মিলে অশুভ কুজকেতু যোগ তৈরি করবে। এছাড়াও বুধ ও সূর্য গোচর করতে চলেছে। এই সব গ্রহ গোচর সমস্ত ১২টি রাশির ওপর প্রভাব ফেলবে। তবে ৫ রাশির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে দেখা যাবে। আসুন দেখে নিই জুনের আগামী ২১ দিন কোন কোন রাশির জীবন বরবাদ হবে।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের এই সময় সামলে থাকতে হবে। দুর্ঘটনা হওয়ার যোগ রয়েছে। কোনও অসুস্থতা ঘিরে ধরতে পারে। আপনি আটকে থাকা অর্থ ফিরে পাবেন। তবে তা খরচও হয়ে যেতে পারে। বিনা কারণে দৌড়ঝাঁপ হতে পারে।

বৃষ রাশি
জুন মাসে বৃষ রাশির জাতকদের কিছু বিশেষ কাজ হবে না। খরচ বেশি হবে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে। সন্তানের পক্ষ থেকে চিন্তা হতে পারে। ২৯ জুন থেকে সবকিছু ভাল থাকবে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন