আন্তর্জাতিক জলসীমা থেকে ১২ মানবাধিকার কর্মী সহ গাজাগামী ত্রাণজাহাজ অপহরণ করল ইসরায়েল !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : গাজায় ত্রাণ পাঠাতে যাওয়া আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (FFC) তত্ত্বাবধানে পরিচালিত ম্যাডলিন নামের ত্রাণবাহী জাহাজ জব্দ করেছে ইসরায়েল। রোববার মধ্যরাতে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে থামিয়ে জোরপূর্বক আশদোদ বন্দরের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানান ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো পড়ুন : ২০২৬-এ বাংলা-তামিলনাড়ু দখল নেবো, হুঙ্কার অমিত শাহ-র

জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের তত্ত্বাবধানে ইতালির সিসিলি থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিল। এতে জরুরী খাদ্য, ওষুধ, শিশুদের দুধ ও পানি বিশুদ্ধকরণ কিটসহ গুরুত্বপূর্ণ ত্রাণসামগ্রী ছিল। এ জাহাজে মোট ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন, যাদের মধ্যে রয়েছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, তুরস্ক, স্পেন ও নেদারল্যান্ডসের নাগরিকরা।

জাহাজটি আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় ছিল এরপরও নিরস্ত্র মানবাধিকারকর্মীদের আটকে রেখেছে ইসরাইল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিকে আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। ওই মন্ত্রণালয় এক পোস্টে মানবাধিকারকর্মীদের “সেলফি তারকা” বলে কটাক্ষ করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হানাদার ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মোট প্রাণ হারিয়েছে ৫৫ হাজারে‌ও বেশি এবং আহত হয়েছে ১,২১,৩৯৮ জনেরও বেশি মানুষ।

গাজায় বর্তমানে ২৩ লাখের বেশি মানুষের মধ্যে বর্তমানে প্রায় ২০ লাখ গাজাবাসী অনাহারের মুখোমুখি। ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ রেখেছে।

আরও পড়ুন : এসি টানা চালালেই ক্ষতি! কতক্ষণ চালানো সঠিক ?

আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন